৪৫০ কোটি টাকার নেকলেস প্রিয়াঙ্কার গলায়!
সম্প্রতি ইতালির বিলাসবহুল ফ্যাশন সংস্থা বুলগারির অমূল্য কিছু গয়না ও ঘড়ির কালেকশন প্রথমবারের মতো জনসমুক্ষে আনা হয়েছে। আর সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
-
বুলগারির বিশেষ কালেকশনে থাকা প্রতিটি জিনিসের দাম ছিল আকাশছোঁয়া। দামি সেসব জিনিসের মধ্যে বেশ আকর্ষণীয় ছিল প্রিয়াঙ্কা চোপড়ার গলায় থাকা হিরের নেকলেসটি। ছবি: ইনস্টাগ্রাম
-
বুলগারির ওয়েবসাইটে থাকা তথ্যমতে, অনুষ্ঠানে প্রিয়াঙ্কার গলায় ছিল লেসোথো (আফ্রিকার একটি দেশ) থেকে আনা হীরা দিয়ে তৈরি ১৪০ ক্যারেটের অ্যাটার্না সার্পেন্টি নেকলেস। ছবি: ইনস্টাগ্রাম
-
বুলগারির তৈরি এত দামি হীরার এই নেকলেসটি আগে জনসমক্ষে প্রদর্শিত হয়নি। প্রিয়াঙ্কার গলাতেই প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। ছবি: ইনস্টাগ্রাম
-
জানা গেছে, এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৮০০ ঘণ্টা। যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির বেস তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। ছবি: ইনস্টাগ্রাম
-
পুরো নেকলেসটি তৈরি করতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৯৮টি হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির মূল্য ৪৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশ কোটি টাকা। প্রিয়াঙ্কা আকাশছোঁয়া মূল্যর নেকলেসটি গলায় দিয়ে ফটোশুট করেছেন। ছবি: ইনস্টাগ্রাম