শাড়িতে সেজেছেন হলিউড তারকারা
হলিউডের নায়িকারা আমাদের উপমহাদেশের জনপ্রিয় পোশাক শাড়ি পরেন না। তারা সবসময় ওয়েস্টার্ন পোশাক পরেন। তারা যদি শাড়ি পরেন তবে তাদের কেমন লাগবে? চলুন দেখা যাক।
-
পামেলা অ্যান্ডারসন: হলিউড মডেল ও অভিনেত্রী পামেলা ভারতের একটি ‘রিয়্যালিটি শো’তে আসেন অতিথি হয়ে। অনুষ্ঠান চলাকালীন তাকে দেখা গিয়েছিল সাদা শাড়িতে। সঙ্গে ছিল মানানসই সাদা চুড়ি ও টিপ। পামেলা হাজির হওয়ার পরেই বেড়ে গিয়েছিল অনুষ্ঠানটির জনপ্রিয়তা। ছবি: সংগৃহীত
-
অ্যান হ্যাথওয়ে: অস্কার বিজয়িনী এই অভিনেত্রী অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ও প্রশংসিত হলিউড ছবিতে। ২০০৮ সালে ‘র্যাচেল গেটিং ম্যারেড’ ছবিতে একটি ভারতীয় বিবাহের মিজেনসিনে শাড়ি পরতে দেখা গিয়েছিল তাকে।ছবি: সংগৃহীত
-
ব্রিটনি স্পিয়র্স: আমেরিকার সংগীতশিল্পী ব্রিটনি গান লেখা ও নাচেও দক্ষ। নব্বইয়ের দশকের শেষ থেকে পপ সংগীতে কার্যত নবজাগরণ ঘটান তিনি। এই কারণে তাকে ‘পপ সঙ্গীতের রাজকুমারী’ বলা হয়। একবার নিজের সংগীতের তালে শাড়ি পরে মঞ্চে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছিলেন ব্রিটনি।ছবি: সংগৃহীত
-
ক্যামেরন ডিয়াজ: একাধারে লেখিকা, অভিনেত্রী, মডেল ও প্রযোজক ক্যামেরন একাধিকবার ক্যামেরার সামনে ধরা দিয়েছেন ভারতীয় সাজে। শাড়িতে চমকে দিয়েছেন ভক্তদেরও। ছবি: সংগৃহীত
-
হেলেন মিরেন: বর্ষীয়ান এই কিংবদন্তি অভিনেত্রীর ঝুলিতে রয়েছে অস্কার থেকে গোল্ডেন গ্লোবের মতো অসংখ্য সম্মান। ২০০৪ সালে এমি পুরস্কারের মঞ্চে শাড়ি পরেন হেলেন। ছবি: সংগৃহীত
-
জুলিয়া রবার্টস: হলিউড ছবি ভালবাসেন কিন্তু জুলিয়া রবার্টসকে চেনেন না এমন মানুষ বিরল। জুলিয়াকে মাঝে মাঝেই দেখা গিয়েছে শাড়িতে। তবে অন্যদের সঙ্গে তার পার্থক্য হলো, জুলিয়া কেবল সাজ পোশাক হিসাবেই শাড়ি পরেন এমন নয়। ভারত ও ভারতীয় আধ্যাত্মিকতাকে নিজের চেতনার সঙ্গে মিশিয়ে নিয়েছেন তিনি। এমনকি গ্রহণ করেছেন হিন্দু ধর্মও। সেই সূত্রেই বারবার শাড়িতে দেখা যায় তাকে। ছবি: সংগৃহীত
-
লেডি গাগা: পোশাক শিল্পী তরুণ তাহিলিয়ানির তৈরি শাড়ি পরে ভক্তদের চমকে দিয়েছিলেন এই আমেরিকান গায়িকা। শাড়ির সঙ্গে ছিল মানানসই কোমরবন্ধ। ছবি: সংগৃহীত
-
এলিজাবেথ হার্লে: অরুণ নায়ারের সঙ্গে বিবাহসুত্রে আবদ্ধ হওয়ার সময় একাধিকবার এলিজাবেথকে দেখা গিয়েছে শাড়িতে। বিবাহের পরেও একাধিকবার শাড়ি পরেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
ইভা মেনডেজ: স্পেনীয় বংশোদ্ভূত এই মার্কিন অভিনেত্রীকে একটি অ্যালকোহল সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাড়িতে। গোলাপী শাড়িতে ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
ম্যাডোনা: ব্রিটনি স্পিয়র্সকে যদি পপ সংগীতের রাজকুমারী নামে ডাকা হয় তবে ম্যাডোনা ভক্তরা তাকে ডাকেন পপ সংগীতের রানি হিসেবে। বিরল হলেও ভারতীয় ভক্তদের জন্য কিন্তু ম্যাডোনা একবার হলেও ধরা দিয়েছেন একেবারে ধ্রæপদী নীল শাড়িতে। ছবি: সংগৃহীত
-
নাওমি ক্যাম্পবেল: নাওমি পৃথিবীর সবচেয়ে বেশি চর্চিত ‘সুপার মডেল’দের মধ্যে অন্যতম। মণীশ মলহোত্র থেকে সব্যসাচী মুখোপাধ্যায়, একাধিক পোশাকশিল্পীর তৈরি করা শাড়ি পরে র্যাম্পে হেঁটেছেন তিনি। তবে শুধু পেশাগত ভাবেই নয়, সঙ্গীর জন্মদিনের মতো ব্যক্তিগত অনুষ্ঠানেও শাড়ি পরতে দেখা গিয়েছে তাকে। ছবি: সংগৃহীত
-
ওপ্রা উইনফ্রে: ওপ্রা যে কেবল একজন টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালিকা তাই-ই নয়, তিনি দার্শনিকও বটে। শাড়ির সঙ্গে তার প্রথম আলাপের পিছনে রয়েছেন ঐশ্বর্যা রাই। পরবর্তীকালে পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাড়িও পরতে দেখা গিয়েছে তাকে। ছবি: সংগৃহীত
-
প্যারিস হিলটন: মার্কিন এই তারককেও একাধিক বার দেখা গিয়েছে শাড়িতে । লেডি গাগার মতোই ভারতে এসে তিনিও পরেছিলেন পোশাক শিল্পী তরুণ তাহিলিয়ানির তৈরি শাড়ি। ছবি: সংগৃহীত
-
সেলেনা গোমেজ: ২০১৪ সালে একটি চ্যারিটি অনুষ্ঠানে নেপালে এসেছিলেন গায়িকা। তখনই সিল্কের শাড়িতে দেখা গিয়েছিল সেলেনাকে। ছিল মানানসই টিপও। সেলিনার শাড়ি পরে তোলা নিজস্বী নেট মাধ্যমে পছন্দ করেছিলেন দশ লক্ষেরও বেশি মানুষ। ছবি: সংগৃহীত
-
অ্যানজেলিনা জোলি: অ্যানজেলিনা জোলিকে আগেও একাধিকবার নানা ভারতীয় পোশাকে দেখা গিয়েছে। তবে তার ভারতীয় পোশাকের নবতম নিদর্শন মিলল মার্ভেলের ইটারনালসে, একাধিক দৃশ্যে জোলিকে দেখা গেল শাড়িতে। ছবি: সংগৃহীত
-
জেসিকা অ্যালবা: ‘দ্য লাভ গুরু’ ছবিতে জেসিকা অ্যালবাকে দেখা গিয়েছিল কমলা রঙের শাড়িতে। ছবিটি প্রশংসিত না হলেও নজর কেড়েছিল জেসিকার ভারতীয় সাজ। ছবি: সংগৃহীত