‘মানিকে মাগে হিতে’ গানে ভাইরাল কে এই ইয়োহানি?
কয়েকদিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ শিরোনামের একটি গান। গানটি বাংলাদেশের নেটিজেনদের কাছেও তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। সবার প্রশ্ন হঠাৎ তুমুল জনপ্রিয়তা লাভ করা এই গানের শিল্পী কে? জেনে নিন এই শিল্পী সম্পর্কে।
-
জানা গেছে, ‘মানিকে মাগে হিতে’ ভাইরাল গানের শিল্পীর নাম ইয়োহানি ডি সিলভা। তিনি শ্রীলঙ্কার নাগরিক। বিজ্ঞানের ছাত্রী হয়েও গানের ভুবনে দ্রæত পিরিচিতি লাভ করেছেন। ছবি: সংগৃহীত
-
ইয়োহানি শ্রীলঙ্কায় ‘র্যাপ প্রিন্সেস’ নামেই পরিচিতি লাভ করেছেন। তার বয়স ২৮ বছর। ছবি: সংগৃহীত
-
১৯৯৩ সালের ৩০ শে জুলাই শ্রীলঙ্কার কলোম্ব শহরে জন্মগ্রহণ করেন গায়িকা ইয়োহানি। বর্তমান সময়ে সিংহলি ভাষার এই গানই মন কেড়েছে নেটিজেনদের। ছবি: সংগৃহীত
-
বিভিন্ন দেশেরফোনের কলার টিউন থেকে রিংটোন, পাশাপাশি এই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচের ভিডিও আপলোডও চলছে স্যোশাল মিডিয়ায়। ছবি: সংগৃহীত
-
ইয়োহানির বাবা পেশায় ইয়োহানির বাবা একজন আর্মি অফিসার এবং মা একজন বিমানবালা। বোন শিবিন্দ্রী ডি সিলভাকে নিয়েই তাদের পরিবার। ছবি: সংগৃহীত
-
ইয়োহানির ডাক নাম ‘ইয়োহি’। তিনি কলোম্বর বিশাখা কলেজ থেকে বিজ্ঞান নিয়ে প্রাথমিক পড়াশোনা শেষ করেন। এরপর সার জোন কোটালাওয়ালা ডিফেন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ছবি: সংগৃহীত
-
২০২০ সালে রিলিজ হওয়া তার প্রথম গান ১৫ লাখ দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল। সেপ্টেম্বর ২০২০ সালে রিলিজ হয় তার দ্বিতীয় গান ‘সীতা দাওনা’। ছবি: সংগৃহীত
-
গানের পাশাপাশি ইয়োহানি অভিনয়, মডেলিং এবং র্যাপার হিসেবেও শ্রীলঙ্কায় তুমুল জনপ্রিয়। ছবি: সংগৃহীত