টিকটক তারকাদের আয় কত?
টিকটক নিয়ে এখন আলোচনা চলছে বিশ্বব্যাপি। অনেকে ধারণা করছেন টিকটক তারকারা অনেক টাকা আয় করছেন। এবার জেনে নিন জনপ্রিয় টিকটক তারকারা কত টাকা আয় করেন।
-
পেশায় একজন মডেল গিমা আশি। কিন্তু টিকটকেও তিনি বেশ জনপ্রিয়। এই অ্যাপে ‘বহত হার্ড’ গানের সঙ্গে তার ভিডিও তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। টিকটকে এক কোটি ফলোয়ার রয়েছে তার। এখান থেকে মাসে ৬ লাখ টাকা আয় করেন দিল্লির এই মডেল।
-
টিকটক স্টারদের মধ্যে বেশ জনপ্রিয় মঞ্জুল খট্টর। হরিয়ানার ছেলে মঞ্জুলের পড়াশোনা কমার্স নিয়ে। টিকটকে প্রায় ১৪ কোটি ফলোয়ার রয়েছে তার। এই অ্যাপ থেকে প্রায় ৫ লাখ টাকা আয় করেন তিনি।
-
পেশায় টেলিভিশনের অভিনেত্রী হলেও অবনীত কউর জনপ্রিয় টিকটক স্টার। ‘মর্দানি’ ছবিতে অভিনয় করেন অবনীত। টিকটক থেকে মাসে ১৬ লাখ টাকা আয় করেন তিনি।
-
টিকটক স্টার আবেজ দরবারের কোরিওগ্রাফার হিসেবে বেশ নামডাক রয়েছে। টিকটকে কমেডি ভিডিও পোস্ট করেন তিনি। টিকটকে তার ফলোয়ারের সংখ্যা ২ কোটি। এই অ্যাপ থেকে আবেজ মাসে ১৪ লাখ টাকা আয় করেন।
-
জান্নাত জুবেইরও পেশায় অভিনেত্রী। ২০১৯ সালে ভারতে টিকটক ফলোয়ার্সের হিসাবে শীর্ষস্থানে ছিলেন জন্নত। তার টিকটকের ফলোয়ার সংখ্যা ১ কোটি। টিকটক থেকে তার মাসিক আয় প্রায় ২০ লাখ টাকা।