যে তারকারা ডায়াবেটিসে আক্রান্ত
ডায়াবেটিস নামের কঠিন রোগে পৃথিবীজুড়ে অগণন মানুষ আক্রান্ত। এবারের অ্যালবামে থাকছে এই রোগে আক্রান্ত খ্যাতিমান ৬ ব্যক্তিত্বের ছবি।
-
কমল হাসন : বর্ষীয়ান এই অভিনেতা টাইপ ১ ডায়াবেটিসের শিকার। কিন্তু এই রোগ তার কর্মজীবনে কোনও প্রভাব ফেলেনি। কমল জানিয়েছেন, রোগকে বশে রাখতে নিয়মিত ব্যায়াম করেন তিনি। মেনে চলেন চিকিৎসকের পরামর্শও।
-
সোনম কাপুর : ডায়াবেটিসে আক্রান্ত সোনমকে নিয়মিত ইনসুলিন নিতে হয়। কিন্তু রোগকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বলিউড কাঁপাচ্ছেন এই নায়িকা।
-
ফাওয়াদ খান : মেয়ে ফ্যানেদের হার্টথ্রব ফাওয়াদ খানও ডায়াবেটিসে আক্রান্ত। ১৭ বছর বয়সে টাইপ ১ ডায়াবেটিস ধরা পড়ে ফাওয়াদের। তার কথায়, অতিরিক্ত ধূমপানের কারণেই এই রোগ থাবা বসায় তার শরীরে। নিয়মিত শরীরচর্চা এবং খাদ্যাভাসে বদল এনেই নিজেকে চনমনে রেখেছেন এই অভিনেতা।
-
গৌরব কাপুর : ২২ বছর বয়সে টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হন টেলিভিশন জগতের এই জনপ্রিয় সঞ্চালক। গৌরব জানিয়েছেন, ব্যস্ত জীবন এবং অনিয়মিত ডায়েটের কারণেই এই রোগের শিকার হয়েছেন তিনি।
-
সুধা চন্দ্রন : বারে বারে ভাগ্যবিপর্যয়ের মধ্যে পড়লেও অবিচল থেকেছেন সুধা। মাত্র ১৬ বছর বয়সে দুর্ঘটনায় পা হারান সুধা। পরবর্তীকালে ডায়াবেটিসে আক্রান্ত হন।
-
ওয়াসিম আক্রাম : ৩০ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন ওয়াসিম। তবে নিয়মিত ইনসুলিন এবং সঠিক ডায়েট মেনে নিজেকে সুস্থ ও চনমনে রেখেছেন তিনি।