শুভ জন্মদিন সেলেন ডিওন
হলিউডের ‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর গায়িকা সেলেন ডিওনের জন্মদিন আজ। ১৯৬৮ সালের এই দিনে জন্ম তার। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তার। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান।
-
বিশ্বসংগীতের অন্যতম শীর্ষ শিল্পী সেলেন ডিওন। সংগীতে দীর্ঘ ক্যারিয়ার তার।
-
২০২২ সালের ডিসেম্বরে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, ‘পরীক্ষা–নিরীক্ষার পর স্টিফ পারসন সিনড্রোম ধরা পড়েছে। এ রোগের কারণে হাঁটতে ও গান গাইতে সমস্যা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এ সমস্যা আমার জীবনের সব ক্ষেত্রেও প্রভাব ফেলছে। আমি নিজের কণ্ঠ ব্যবহার করে গাইতে পারছি না। ’
-
চার দশকের বেশি সময় ধরে গান গাইছেন সেলেন ডিওন, বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকাদের একজন তিনি। এ পর্যন্ত তার অ্যালবাম ২৫০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।
-
তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে আছে ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘থিংক টোয়াইস’, ‘বিকজ ইউ লাভড মি’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি নাউ’, ‘দ্যাটস দ্য ওয়ে ইট ইজ’, ‘অ্যাই অ্যাম অ্যালাইভ’ ইত্যাদি।
-
ফরাসি ও ইংরেজি ভাষায় তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ২৭টি।