শুভ জন্মদিন জেনিফার অ্যানিস্টন
মার্কিন অভিনেত্রী জেনিফার জোয়ানা অ্যানিস্টনের জন্মদিন আজ। ১৯৬৯ সালের এই দিনে ক্যালিফোর্নিয়ায় জন্ম তার। জেনিফার বাবা-মা দুজনেই ছিলেন অভিনেতা। ছবি: ইনস্টাগ্রাম
-
শুরুর দিকে কিছুদিন মঞ্চে কাজ করেছেন এই অভিনেত্রী। ‘ফ্রেন্ডস’ তার অভিনয়জীবনের এতোটাই জুড়ে ছিল যে দর্শকদের অনেকেই তাকে সিনেমায় অন্য চরিত্রে দেখতেই চাইতেন না।
-
হলিউডে প্রথম দিকের ব্যর্থতার পর ১৯৯৬ এ তিনি আবার চলচ্চিত্রে ফেরত আসেন। টানা বেশকিছু ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্রে অভিনয় করেন অ্যানিস্টন।
-
২০০২ সালের ফিল্ম দ্য গুড গার্ল থেকে কম বাজেটের এই ছবিতে অ্যানিস্টন খুবই সাধারণ এক ক্যাশিয়ারের চরিত্রে অভিনয় করেন। রজার ইবারটের মতো জাঁদরেল সমালোচকরাও প্রশংসা করেন তার অভিনয়ের।
-
২০০৩ সালে জিম ক্যারির বিপরীতে অভিনয় করেন কমেডি সিনেমা ব্রুস অলমাইটিতে।
-
জেনিফার অ্যানিস্টন হলিউডের সর্বাধিক আয় করা অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির একজন। ২০১৭ তে ফোর্বস তাকে সর্বোচ্চ আয় করা অভিনেত্রীদের মধ্যে দ্বিতীয় হিসেবে শনাক্ত করে।