বিয়ের আগেই মা হয়েছিলেন, কে এই জনপ্রিয় নায়িকা?
৩১ জানুয়ারি ছিল জনপ্রিয় অভিনেত্রী এমি জ্যাকসনের জন্মদিন। ১৯৯২ সালে জন্ম তার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
এমি ম্যাঙ্কস অভিনেত্রী-মডেল হলেও বলিউড আর দক্ষিণী সিনেমার জন্য বেশি জনপ্রিয়।
-
মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং দিয়ে যাত্রা শুরু তার।
-
‘এক দিওয়ানা থা’ সিনেমা দিয়ে বলিউডে তার অভিষেক।
-
ওই ছবির পর প্রতীক বব্বরের সঙ্গে নাম জড়িয়ে যায় এমির।
-
গুঞ্জন ছিল তারা একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
-
মিস টিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মিস টিন লিভারপুল, মিস টিন গ্রেট ব্রিটেনসহ একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন এই নায়িকা।
-
অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে নজর কাড়েন এমি।
-
তার ঝুলিতে ‘ফ্রেকি আলি’, ‘তুতাক তুতাক তুতিয়া’ সহ বেশকিছু হিন্দি সিনেমা রয়েছে।
-
শুধু বলিউডে নয় দক্ষিণী সিনেমার পরিচিত মুখও তিনি।
-
কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই লাস্যময়ী নায়িকা।
-
ব্যক্তি জীবন নিয়েও বেশ আলোচিত এমি।
-
বিয়ের আগেই সন্তানের জন্ম দেন এই জনপ্রিয় নায়িকা।
-
ছেলে আন্দ্রিয়াসের জন্মের পর প্রেমিক জর্জের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।