বিশ্বের বিস্ময়কর অভিনেতা ক্রিশ্চিয়ান বেল
‘ব্যাটম্যন’ খ্যাত অভিনেতা ক্রিশ্চিয়ান বেলের জন্মদিন আজ। ১৯৭৪ সালের এই দিনে ওয়েলসে জন্ম তার। ছবি: সোশ্যাল মিডিয়া
-
এই অভিনেতাকে সবাই ব্যাটম্যন বা ক্রিশ্চিয়ান বেল নামে চিনলেও তার পুরো নাম ক্রিশ্চিয়ান চার্লস ফিলিপ বেল। তার নামের ‘চার্লস ফিলিপ’ অংশটুকু এখন আর বেশিরভাগ মানুষেরই মনে নেই।
-
মাত্র ১৩ বছর বয়সে স্পিলবার্গের ‘এম্পায়ার অফ দ্যা সান’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করেছিলেন।
-
সিনেমার চরিত্রের জন্য অদ্ভুত শারীরিক পরিবর্তন আর অসাধারণ অভিনয়ের জন্য নতুন দিনের সিনেমাপ্রেমিদের কাছে তিনি বেশ সুপরিচিত।
-
ক্রিশ্চিয়ান বেল সব সময় অভিনয়ের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বার বার রুপোলি পর্দায় হাজির হয়েছেন চ্যালেঞ্জিং চরিত্র সব নিয়ে।
-
ক্রিশ্চিয়ান বেলকে দর্শক শুধু ব্যাটম্যান হিসেবে চিনলেও তার অভিনয় জীবন যথেষ্ট বর্ণময়।
-
‘ব্যাটম্যান ট্রিলজি’ তে অভিনয়ের আগে তিনি এমন কিছু ছবিতে অভিনয় করেছিলেন, যেগুলোতে প্রচুর যৌনদৃশ্য এবং নৃশংসতা থাকায় প্রত্যাখ্যান করেছিল অনেক জনপ্রিয় অভিনেতা।
-
কেরিয়ারের শুরুর দিকের ছবি ‘ভেলভেট গোল্ডমাইন’-এ সমকামী যৌনদৃশ্যে অভিনয় করেন বেল। এরপর আমেরিকান ‘সাইকো’ তে সিরিয়াল কিলারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে সবার নজর কাড়েন। ছবিতে থাকা বেশকিছু দৃশ্যে যৌনতা এবং নৃশংসতা তৎকালীন সময়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
-
এরপর ‘দ্য মেশিনিস্ট’-এর জন্য প্রায় ২৯ কেজি ওজন কমান এই নায়ক। ছবিটিতে তার অভিনয় প্রশংসা পেলেও বাণিজ্যিক ভাবে তেমন সাফল্য পায়নি।
-
ক্রিস্টোফার নোলানের ‘ব্যাটম্যান ট্রিলজি’ বেলের অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
-
অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবনে কয়েক বার বিতর্কেও জড়ান বেল। ২০০৮ সালে নিজের মা এবং বোনকে নিগ্রহের জন্য তাকে গ্রেফতার হতে হয়।
-
‘দ্য ফাইটার’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা সহকারী অভিনেতা বিভাগে অস্কার পান।
-
এরপর ‘আমেরিকান হাসেল’, ‘দ্য বিগ শর্ট’ এবং ‘ভাইস’ ছবির জন্য আরও তিন বার তিনি অস্কারের জন্য মনোনীত হয়েছেন।
-
শুধু তাই নয়, ক্রিশ্চিয়ান বেলের ঝুলিতে রয়েছে দুটি গোল্ডেন গ্লোব।