নজরকাড়া এলি গোল্ডিং
প্রকাশিত: ১২:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গীতিকার এলি গোল্ডিংয়ের জন্মদিন আজ। ছবি: ইনস্টাগ্রাম
-
১৯৮৬ সালের এই দিনে ইংল্যান্ডের হেয়ারফোর্ডে জন্ম তার। তবে জনপ্রিয় এই গায়িকা বেড়ে ওঠেছেন লিয়নশালে।
-
গোল্ডিং ৯ বছর বয়সে ক্লারিনেট বাজানো শুরু করেন এবং ১৪ বছর বয়সে গিটার শেখেন।
-
মাত্র ১৫ বছর থেকেই গান লেখা শুরু করেন তিনি।
-
২০০৯ সালে নিওন গোল্ড রেকর্ডসের মাধ্যমে প্রথম একক অ্যালবাম ‘আন্ডার দ্য শীট’ প্রকাশ করেন এলি।
-
সফল এই গায়িকার জুলিতে রয়েছে অনেক পুরষ্কার।
-
হলুদ ফ্লোরাল ডেসে এলোমেলো গোল্ডিং।
-
সাদা ড্রেস আর সোনালি চুলে দারুণ লাগছে তাকে।