অন্যতম আকর্ষণীয় ব্যক্তি ব্র্যাড পিট
অন্যতম আকর্ষণীয় ব্যক্তি হিসেবে পরিচিত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের জন্মদিন আজ। ১৯৬৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় জন্ম তার। জনপ্রিয় এই অভিনেতাকে পাশ্চাত্য বিনোদন শিল্পের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে উল্লেখ করা হয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
বহু বছর ধরে বিভিন্ন গণমাধ্যম জরিপে সবচেয়ে আকর্ষণীয় অভিনেতা হিসেবে উঠে এসেছে তার নাম। সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে তার ব্যক্তিগত জীবন ব্যাপক চর্চার বিষয়।
-
পিট হাইস্কুলে পড়াশোনার সময় গলফ, সাঁতার ও টেনিস দলের সদস্য ছিলেন। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাতেন। ১৯৮২ সালে মিসৌরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পিট।
-
বিশ্ববিদ্যালয়ে পড়াকালে হঠাৎ অভিনয়ের কথা চিন্তা করেন। এরপর পড়াশোনা অসম্পূর্ণ রেখেই ১৯৮৬ সালে মাত্র ৩২৫ ডলার পকেটে নিয়ে পাড়ি জমান লস অ্যাঞ্জেলসে। সেখানে গিয়ে নানা ধরনের কাজ করেছেন পিট। একপর্যায়ে অভিনয়ের শিক্ষক রয় লন্ডনের সন্ধান পান এবং তার কাছ থেকে অভিনয়ে হাতেখড়ি পিটের।
-
১৯৮৭ সালে পিট ‘নো ওয়ে আউট’, ‘নো ম্যানস ল্যান্ড’ ও ‘লেস দ্যান জিরো’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে অভিনয়জীবন শুরু করেন। এসব সিনেমায় তার কোনো সংলাপ ছিল না এবং তাকে খুব সামান্য সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল।
-
একই বছর একটা টিভি সিরিজে আত্মপ্রকাশ করেন পিট। এরপর আরও কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেন। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্ক সাইড অব দ্য সান’ সিনেমায় পিট অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন।
-
১৯৯১ সালে ‘থেলমা অ্যান্ড লুইস’ সিনেমায় এক বখাটের চরিত্রে অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর ‘রিভার রানস থ্রু ইট’ ও ‘ক্যালিফোর্নিয়া’ সিনেমায় অভিনয় করে পান খ্যাতি।
-
এরপর ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’ ও ‘লিজেন্ডস অব দ্য ফল’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
-
পিট অভিনয়ের পাশাপাশি তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’ গড়ে তোলেন।
-
ব্র্যাড পিট বিশ্বব্যাপী অনেক সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। ‘ওয়ান ক্যাম্পেইন’ নামের একটা সংস্থা গঠন করেছেন তিনি, যা আফ্রিকা মহাদেশে দারিদ্র্য ও এইডসের বিরুদ্ধে লড়াই করে।
-
পিট আন্তর্জাতিক ত্রাণ ও মানবিক সাহায্য সংস্থা ‘নট অন আওয়ার ওয়াচ’ প্রতিষ্ঠাতাদের একজন।
-
পিট ও তার সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিভিন্ন দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। ২০০৬ সালে পিট ও জোলি ‘জোলি-পিট ফাউন্ডেশন’ গঠন করে সারা বিশ্বে মানবিক সহায়তা দেন। একই বছর পিট হারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য ‘মেক ইট রাইট ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
-
ব্র্যাড পিট তার অভিনয়জীবনের শুরু থেকেই বেশ কিছু সহ-অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এই অভিনেত্রীদের মধ্যে আছেন গিনেথ প্যাল্ট্রো, রবিন গিভেন্স, জিল শোয়েলেন, জুলিয়েট লুইস, থ্যান্ডি নিউটন, জেনিফার অ্যানিস্টন ও অ্যাঞ্জেলিনা জোলি।
-
পিট ও জোলির ছয় সন্তান আছে, যাদের মধ্যে তিনজন আন্তর্জাতিকভাবে দত্তক নেওয়া।
-
একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার, ব্রিটিশ একাডেমি ফ্লিম অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন পিট।