কে এই রুমি আলকাহতানি?
৭৩ বছরের ইতিহাসের রেকর্ড ভেঙে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন সৌদি আরবের মডেল রুমি আলকাহতানি। এই প্রথম দেশটির ইতিহাসে কোনো নারী বৈশ্বিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে চলছেন।
-
রুমি আলকাহতানি তার ইনস্টাগ্রামে করা এক পোস্টে প্রতিযোগিতায় অংশগ্রহণের ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ‘মিস ইউনিভার্স-২০২৪’ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এর মাধ্যমে সৌদি আরব বিশ্বের শীর্ষ এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।
-
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার মধ্যমণি হয়ে আছেন রুমি আলকাহতানি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
আলোচিত এই মডেলের জন্ম সৌদি আরবের রাজধানী রিয়াদে। রুমি এর আগে মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও বেশ জনপ্রিয় রুমি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাকে ১০ লাখের বেশি মানুষ অনুসরণ করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
দুই বোনের নাম রাজান ও জেদাই এর সঙ্গে রুমি। শুধু রুমিই নন, তার বোন রাজানও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস রুমি আল-কাহতানিকে গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে। সেখানে তিনি নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কাজ করবেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে