অস্কারের লালগালিচায় তারার মেলা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ১০ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর ৬টা) শুরু হয়েছে ৯৬তম অস্কারের জাঁকজমকপূর্ণ আসর। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এই আয়োজনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।
-
গত বছর মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের চলচ্চিত্রে সেরা কাজগুলোকে এবারের আসরে স্বীকৃতি দেবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করবেন ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ।
-
ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় স্টার মুভিজ এসডি, স্টার মুভিজ এইচডি, স্টার মুভিজ সিলেক্ট এসডি, স্টার মুভিজ সিলেক্ট এইচডি চ্যানেলে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।
-
পুরস্কার হাতে মার্কিন অভিনেত্রী এমা স্টোন। ছবি: এএফপি
-
এক ফ্রেমে ধরা দিয়েছেন পুয়ের্তো রিকান গায়ক ব্যাড বানি, মার্কিন অভিনেতা ডোয়াইন জনসন ও পরিচালক জোনাথন গ্লেজার। ছবি: রবিন বেক/ এএফপি
-
সেরা সহ-অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন মার্কিন অভিনেত্রী ডা’ভাইন জয় র্যান্ডলফ। ছবি: এএফপি
-
অস্কার পার্টিতে যোগ দেন ব্রিটিশ প্রোডাকশন ডিজাইনার শোনা হিথ। ছবি: মাইকেল ট্রান/এএফপি
-
ব্রিটিশ মেকআপ আর্টিস্ট শিল্পী জোশ ওয়েস্টন। ছবি: মাইকেল ট্রান/ এএফপি
-
ক্যাশ ওয়ারেন এবং অভিনেত্রী জেসিকা অ্যালবা। ছবি: এএফপি
-
ভক্তদের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সুপারস্টার রায়ান গসলিং। ছবি: এএফপি
-
In came South African-American actress and film producer Charlize Theron. Photo: AFP
-
স্ত্রী ফাতেমা ফারহিন মির্জাকে সঙ্গে নিয়ে এসেছেন আলোচিত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। ছবি: এএফপি