কে এই সবুজ চোখের বিশ্বসুন্দরী ক্রিস্টিনা?
দীর্ঘ ২৮ বছর পর ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ডে বসেছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১তম আসর। সেখানেই বিশ্বের ১১৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের মিস ওয়ার্ল্ডের ২০২৪ এর খেতাব পেলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা।
-
শনিবার সন্ধ্যায় নয়নজুড়ানো অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুন্দরীদের পরিবেশনায় মন্ত্রমুগ্ধ হয়েছে ভারতসহ বিশ্বের সৌন্দর্যপ্রেমীরা। সেদিনই ক্রিস্টিনার মাথায় মুকুট পরিয়ে দেন ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম এ সুন্দরীর। আর বেড়ে ওঠা রাজধানী প্রাগে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ক্রিস্টিনা সুন্দরী প্রতিযোগিতায় পা রাখেন ২০২২ সালে। সেবার মিস চেক রিপাবলিক খেতাব জিতে নেন তিনি। এর মধ্য দিয়েই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসা তার। আর এসেই দেশের জন্য এনে দেন এক অনন্য সম্মান। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করলো চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পড়েছিলেন তারই স্বদেশি তাতানা কুচারোভা। ছবি: সংগৃহীত
-
কেবল বাহ্যিক সৌন্দর্যই নয় বরং শিক্ষাগত যোগ্যতাও তাক লাগানোর মতো ক্রিস্টিনার। প্রাগের বিখ্যাত চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এ সুন্দরী। একই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন ইন্সব্রুকের এমসিআই ম্যানেজমেন্ট সেন্টার থেকে। স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি তিনি একজন আন্তর্জাতিক মডেলও। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মডেলিংয়ের পাশাপাশি সামাজিক কাজেও জড়িত বিশ্বসুন্দরী ক্রিস্টিনা। সবুজ চোখের এই সুন্দরী প্রতিষ্ঠা করেছেন ক্রিস্টিনা পিসকোসকা ফাউন্ডেশন। ইংরেজি জানার পাশাপাশি স্লোভাক ও জার্মান ভাষাও জানেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে