যেভাবে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন রাজুু শ্রীবাস্তব
চলে গেলেন ভারতীয় জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। অনেক সংগ্রামমুখর ছিল তার ক্যারিয়ার। জেনে নিন যেভাবে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন রাজুু শ্রীবাস্তব।
-
ভারতীয় বিনোদন ভুবন রাজু শ্রীবাস্তবকে হারিয়ে এক হাসির জাদুকরকে হারালেন। ছবি: সংগৃহীত
-
দিল্লি এইমস হাসপাতালে এই অভিনেতার ১ মাসেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে ২১ সেপ্টেম্বর পরপারে চলে গেলেন। ছবি: সংগৃহীত
-
গত ১০ অগাস্ট, বুধবার জিম করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। ছবি: সংগৃহীত
-
সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তার জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তার। ছবি: সংগৃহীত
-
এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। ছবি: সংগৃহীত
-
১৯৬৩ সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। তার বাবা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি। তাকে বলাই কাকা নামে চিনতেন সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত
-
ছোটবেলা থেকেই রাজুর মধ্যে ছিল শিল্পীসত্তা। মানুষের চালচলন দুর্দান্ত নকল করতে পারতেন তিনি। ছোটবেলা থেকেই তিনি চেয়েছিলেন মানুষকে হাসাতে, কমেডিয়ান হতে। ছবি: সংগৃহীত
-
বলিউডে খুব ছোট ছোট চরিত্রে অভিনয় করেই ক্যারিয়ার শুরু করেছিলেন রাজু। পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। আর তাই, সোনার চামচ মুখে দিয়ে রাজুর জন্ম হয়নি একেবারেই। ছবি: সংগৃহীত
-
ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আমদানি আঠান্নি খরচা রুপাইয়া ছবিতে তিনি একজন হাস্যকৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন। ছবি: সংগৃহীত
-
ছোটপর্দাতেই অবাধ বিচরণ ছিল রাজুর। একের পর এক হাস্যকৌতুক শো-এ তিনি অংশ নিয়েছেন, সঞ্চালনা করেছেন আর মন জয় করে নিয়েছেন দর্শকদের। ছবি: সংগৃহীত
-
কমেডি নাইটস উইথ কপিল, মজাক মজাক মে, লাফ্টার চ্যালেঞ্জ ইত্যাদি শো-এর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন রাজু। ছবি: সংগৃহীত
-
অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন রাজু। ২০১৪ ভারতের লোকসভার ভোটে কানপুর থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন রাজু। সেই বছরই দল বদলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রাজু। ছবি: সংগৃহীত