সুপার হিট ছবির জন্য প্রযোজকরা তারকাদের যে উপহার দিয়েছেন
সুপার হিট ছবির জন্য তারকাদের দামি দামি অনেক উপহার দিয়েছেন বলিউড প্রযোজকরা। জেনে নিন কোন তারকা কী উপহার পেয়েছিলেন।
-
‘আরআরআর’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর মতো দক্ষিণী ছবি ২০২২ সালে বক্স অফিস থেকে বিপুল অর্থ উপার্জন করলেও মে মাসের শেষের দিকে মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিস থেকে উপার্জনের নিরিখে খুব একটা পিছিয়ে ছিল না। ছবি: সংগৃহীত
-
এই ছবির প্রথম পর্বে অভিনয় করে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার যেমন দর্শকদের মন জিতেছিলেন, কার্তিক আরিয়ানও ‘রুহ্ বাবা’র চরিত্রে অভিনয় করে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। ছবি: সংগৃহীত
-
বক্স অফিস থেকে ‘ভুল ভুলাইয়া ২’ ২৫০ কোটি টাকা উপার্জন করেছে। এই সাফল্যের আনন্দে প্রযোজক ভূষণ কুমার অভিনেতাকে উপহার হিসাবে একটি ম্যাক লরেন জিটি গাড়ি দেন। এই গাড়িটির মূল্য চার কোটি টাকার কাছাকাছি। কার্তিক আরিয়ান প্রথম ভারতীয়, যার কাছে ম্যাক লরেন জিটি রয়েছে। ছবি: সংগৃহীত
-
শুধু কার্তিকই নয়, বলিউড সিনেমাজগতে এমন বহু তারকা রয়েছেন যাদের ছবির সাফল্যের পর বহুমূল্যের উপহার দিয়েছেন সেই ছবির প্রযোজক অথবা সহ-অভিনেতা। এই তালিকায় অমিতাবচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কইফের মতো নামকরা তারকা রয়েছেন। ছবি: সংগৃহীত
-
উপহার হিসাবে কখনও তারা পেয়েছেন স্বর্ণমুদ্রা, কখনও আবার পেয়েছেন রোলস রয়েস, বিএমডবিøউ-র মতো বিলাসবহুল গাড়ি। ছবি: সংগৃহীত
-
বলিউডের ‘কিং খান’ উপহার দেওয়ার ক্ষেত্রে সবার উপরে। তথ্য অনুযায়ী, অভিনেত্রী অনুশকা শর্মাকে একটি অডি আরএস৫ গাড়ি উপহার দিয়েছিলেন শাহরুখ। এ ছাড়াও কানাঘুষো শোনা যায়, অভিষেক বচ্চনকে একটি বহুমূল্য বাইক উপহার দিয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
২০১১ সালে মুক্তি পাওয়া শাহরুখের স্ত্রী গৌরী খান প্রযোজিত ‘রা ওয়ান’ ছবির সাফল্যে অভিনেতা রজনীকান্ত, অর্জুন রামপাল এবং পরিচালক অনুভব সিংহকে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন শাহরুখ। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, উপহার কেনার জন্য মোট এক কোটি রুপি খরচ করেছেন অভিনেতা। ছবি: সংগৃহীত
-
২০১৯ সালে সলমন খান ও সোনাক্ষী সিংহ অভিনীত ‘দবাং ৩’ ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল কিচ্চা সুদীপকে। ভাইজান তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে সুদীপকে ১.৫৪ কোটি টাকা মূল্যের বিএমডবিøউ গাড়ি উপহার দিয়েছিলেন। ছবি: সংগৃহীত
-
শুধু তা-ই নয়, ‘কিক’ ছবিতে অভিনয় করার জন্য অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকেও আড়াই কোটি রুপি মূল্যের একটি চিত্র উপহার দিয়েছিলেন সলমন খান। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি, রণদীপ হুডা, মিঠুন চক্রবর্তী, সুমনা চক্রবর্তীকেও অভিনয় করতে দেখা দিয়েছে। ছবি: সংগৃহীত
-
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিক্রম’ নামের তামিল সিনেমাটি। কমল হাসন, বিজয় সেথুপতি, ফাহাদ ফাসিলের মতো দক্ষ অভিনেতাকে একসঙ্গে বড়পর্দায় কাজ করতে দেখা গিয়েছে। এই ছবিতে প্রখ্যাত দক্ষিণী অভিনেতা সুরিয়াও একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবি: সংগৃহীত
-
সুরিয়ার অভিনয়ে মুগ্ধ হয়ে কমল তাকে একটি দামি রোলেক্সের ঘড়ি উপহার দিয়েছেন। এমনকি ছবির সাফল্যের পর তিনি পরিচালক লোকেশ কনগরাজকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন। ছবি: সংগৃহীত
-
বক্স অফিস থেকে মোটা অংকের টাকা উপার্জন করে সুপারহিট ছবির তালিকার শীর্ষে রয়েছে ‘আরআরআর’। ছবির সাফল্যের পর অভিনেতা রামচরণ ইউনিটের প্রতিটি সদস্যকে হায়দরাবাদে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। বাড়িতে ডাকার পর তাদের প্রত্যেককে মিষ্টি উপহার দিয়েছিলেন অভিনেতা। কিন্তু এর সঙ্গেও ছিল চমক। ছবি: সংগৃহীত
-
মিষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ হাজার রুপি মূল্যের স্বর্ণমুদ্রাও উপহার দিয়েছিলেন রামচরণ। জানা গিয়েছে, প্রতিটি স্বর্ণমুদ্রার ওজন ১১.৬ গ্রাম। এই স্বর্ণমুদ্রাগুলো কিনতে মোট ১৮ লাখ রুপি খরচ করেছেন। ছবি: সংগৃহীত
-
রোশন-পুত্র হৃতিক, সঞ্জয় দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘অগ্নিপথ’ ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। এই ছবিতে ক্যাটরিনা কইফকে একটি নাচের দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। ছবি: সংগৃহীত
-
কিন্তু অভিনেত্রী বিনা পারিশ্রমিকে এই ছবিতে কাজ করেছিলেন। প্রযোজক কর্ণ জোহর এই আচরণে আপ্লুত হয়ে একটি ফেরারি উপহার দিয়েছিলেন ক্যাটরিনাকে। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ‘একলব্য’ ছবিতে সইফ আলি খান, সঞ্জয় দত্ত, বিদ্যা বালন, শর্মিলা ঠাকুর, জ্যাকি শ্রফকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে, যার অভিনয় সবচেয়ে বেশি দর্শকদের মন কেড়েছিল তিনি হলেন অমিতাভ। ছবি: সংগৃহীত
-
অমিতাভ বচ্চন এই ছবিতে কাজ করেছিলেন বলে পরিচালক তাকে তিন থেকে পাঁচ কোটি রুপি মূল্যের একটি রোলস রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেন। ছবি: সংগৃহীত