শো প্রতি কত পারিশ্রমিক পান এই বিচারকরা
ভারতীয় ছোটপর্দায় ধারাবাহিকের পাশাপাশি রিয়েলিটি শো নিয়ে দর্শকদের আগ্রহ ব্যাপক। ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোগুলোর মধ্যে ‘ইন্ডিয়ান আইডল’, ‘ডান্স ইন্ডিয়া ডান্স’, ‘রোডিজ রেভলিউশন’, ‘সুপার ডান্সার’, ‘ইন্ডিয়া’জ গট ট্যালেন্ট’ উল্লেখযোগ্য। এবার জেনে নিন এসব শোয়ের বিচারক হিসেবে কত পারিশ্রমিক পান তারকারা।
-
শক্তি মোহন, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ, সুনিধি চৌহান, প্রিন্স নারুলা, নেহা কক্করের মতো এমন অনেক তারকা রয়েছেন, যারা রিয়েলিটি শো-এর মাধ্যমেই পা রেখেছেন পেশাদার সংগীতজীবনে, তারপর জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। ছবি: সংগৃহীত
-
এই সব শো-এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিচারকেরা। এই আসনে থাকা ব্যক্তিত্বদের দায়িত্বভার যেমন গুরুতর, ঠিক তেমনই মোটা অংকের পারিশ্রমিক থেকেও বঞ্চিত হন না তারা। ছবি: সংগৃহীত
-
নারী বিচারকদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান শিল্পা শেঠি কুন্দ্রা। নাচের বিভিন্ন রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে শিল্পাকে দেখা যায়। ছবি: সংগৃহীত
-
শো প্রতি ১৪ কোটি রুপি পারিশ্রমিক পান তিনি। সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘সুপার ডান্সার’-এর চতুর্থ সিজন চলাকালীন পর্ব প্রতি ২০ লাখ রুপি পেয়েছেন শিল্পা। ছবি: সংগৃহীত
-
একাধারে ভিডিও জকি ও অভিনেতা রণবিজয় সিংহ শো পরিচালনা করেন দারুণ নৈপুণ্যে। কিন্তু ‘রোডিজ রেভলিউশন’-এ বিচারকের আসনে তিনি আলাদাভাবে নজর কেড়েছেন। জানা যায়, রণবিজয় ‘রোডিজ রেভলিউশন’ শো-এর পর্ব প্রতি ১২ লাখ রুপি পারিশ্রমিক নেন। ছবি: সংগৃহীত
-
ওই একই রিয়েলিটি শো-এর বিচারক নেহা ধুপিয়া। প্রতিটি পর্ব শ্যুট করতে পারিশ্রমিক হিসেবে তিনি আট লাখ রুপি নেন। ছবি: সংগৃহীত
-
‘রোডিজ রেভলিউশন’-এ দেখা যায় নিখিল ছিনাপাকেও। পর্ব প্রতি তাকে নয় লাখ রুপি পারিশ্রমিক দেওয়া হয়। ছবি: সংগৃহীত
-
গত পাঁচ বছর ধরে ‘ফিয়ার ফ্যাক্টর: খিতরোঁ কে খিলাড়ি’ শো-কে রোহিত শেঠি অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। ছবি: সংগৃহীত পর্ব পিছু তিনি নয় লাখ রুপি পারিশ্রমিক নেন। ছবি: সংগৃহীত
-
‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন নেহা কক্কর। এখন তিনিই সোজা বিচারকের আসনে। দ্বাদশ সিজনের পর্ব প্রতি তিনি পাঁচ লাখ রুপি পারিশ্রমিক পান। ছবি: সংগৃহীত
-
হিমেশ রেশমিয়ার মুখে ‘জয় মাতা দি, লেট’স রক’ উক্তিটি দারুণ জনপ্রিয়। ‘ইন্ডিয়ান আইডল’-এ বিচারকের আসনে বসে প্রায়ই তাকে এই কথাটি বলতে শোনা গিয়েছে। পর্ব পিছু তাকে চার লাখ রুপি পারিশ্রমিক দেওয়া হয়। ছবি: সংগৃহীত
-
‘ইন্ডিয়ান আইডল’ ছাড়াও হিমেশকে ‘মিউজিক কা মহা মুকাবলা’, ‘সুর ক্ষেত্র’, ‘সা রে গা মা পা চ্যালেঞ্জ’-সহ বিভিন্ন রিয়েলিটি শো-এ বিচারকের ভূমিকায় দেখা যায়। ছবি: সংগৃহীত
-
এ ছাড়াও মাধুরী দীক্ষিত, ‘কপিল শর্মা শো’-খ্যাত অর্চনা পূরণ সিংহ, গীতা কপূর, কিরণ খের বিচারক হিসেবে পর্ব পিছু ১০ থেকে ১৫ লাখ রুপি পারিশ্রমিক পান বলে জানা যায়। ছবি: সংগৃহীত