ছবি আঁকায় পারদর্শী যেসব বলিউড তারকা
অভিনয়ের বাইরেও অনেক বিষয়ে পারদর্শী বলিউডের তারকারা। অবসরে তারা অনেক কিছু শখের বশে করেন। এবার জানা গেলো বলিউডের বেশ কয়েকজন তারকা যারা অভিনয়ের বাইরেও ছবি আঁকতে পছন্দ করেন। সেসঙ্গে তারা নিয়মিত ছবি আঁকেন।
-
অভিনেত্রী সোনাক্ষী সিনহা অবসরে ছবি আঁকেন। তার আঁকা-আঁকি পেশাদার শিল্পীর মতোই। তিনি ‘হাউস অব ক্রিয়েটিভিটি’ নামে মুম্বাইয়ের একটি সংস্থার প্রতিষ্ঠাতা। তার দুই যমজ ভাই লব ও কুশ সিনহাও সোনাক্ষীর সঙ্গে এই কাজে রয়েছেন। ছবি: সংগৃহীত
-
বিভিন্ন সৃজনশীল ব্যক্তি নিজেদের আঁকা ছবি এই সংস্থার মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছান। ওয়েবসাইট থেকেও হাতে আঁকা এই ছবিগুলো কেনার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
-
সোনাক্ষীর আঁকা অনেক ছবি এখানে বিক্রি করা হয়। ভারতীয় মূল্য অনুযায়ী, প্রতিটি ছবির দাম ২৩ হাজার রুপি থেকে প্রায় সাত লাখ রুপি। সংবাদ সংস্থার সূত্রে খবর, সোনাক্ষী কিছু ছবি নিলামেও বিক্রি করেছেন যার পুরোটাই দিনমজুরদের সাহায্য করতে আর্থিক তহবিলে দান করে দেন। ছবি: সংগৃহীত
-
ছবি আঁকা থেকে বাদ যাননি আমাদের ‘ভাইজান’ও। পানভেলের বাংলোতে শিল্পকর্মের অভাবনীয় সংগ্রহ গড়ে তুলেছেন সালমান। তিনি নিজেও অবসর সময়ে আঁকতে ভালোবাসেন। ছবি: সংগৃহীত
-
মাদার তেরেসা এবং তার সমাজকল্যাণমূলক চিন্তাধারা ফুটে ওঠে সালমানের ক্যানভাসে। লাখ থেকে কোটি রুপিতে তার আঁকা ছবি নিলামে বিক্রি করা হয় যা ‘বিইং হিউম্যান’ সমাজসেবী সংস্থার অর্থ তহবিলে দান করে দেন তিনি। ছবি: সংগৃহীত
-
অনেক পাঞ্জাবি, মালয়লম, তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করা বামিকা গব্বী ‘গ্রহণ’ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছন। তখনই তার ‘হিডেন ট্যালেন্ট’-এর কথা প্রকাশ্যে আসে। ছবি: সংগৃহীত
-
শুটিংয়ের ফাঁকে সেটে বসেও স্কেচ পেনসিল দিয়ে নিজের মনে আঁকতে থাকেন তিনি। বাবা দিবসে বাবার ছবি স্কেচ করে উপহার দিয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
ইলিয়ানা ডি ক্রুজও খুব সুন্দর ছবি আঁকতে পারেন। নেটমাধ্যমে একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। গোলাপি ও কালো রঙের ‘শেড’ ব্যবহার করে হৃদ্স্পন্দনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন ইলিয়ানা। ছবি: সংগৃহীত
-
ছবি আঁকার তালিকায় রয়েছেন বলিউডের এই নবাগতাও। তারা সুতারিয়া চারকোল পেনসিল ব্যবহার করে একটি স্কেচ এঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছিলেন। অবসর সময়ে ছবিটি এঁকেছেন বলেই ভক্তদের ধারণা। ছবি: সংগৃহীত
-
অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও অসাধারণ চিত্রশিল্পী। একটি ছবিতে তার প্রমাণও পাওয়া যায়। ক্যানভাসের উপর রং-তুলি দিয়ে আঁকছেন তিনি। ছবি: সংগৃহীত
-
জাহ্নবী কাপুরও দুর্দান্ত ‘হ্যান্ড পেন্টিং’ করেন। হাতের খেলা ও রঙের প্রয়োগে তার আঁকা প্রতিটি ছবিই ভীষণ সুন্দর। ছবি: সংগৃহীত
-
করণ সিংহ গ্রোভার ‘স্টারইনফিনিটি’ ছদ্মনামে ছবি আঁকেন। আধ্যাত্মিকতা, মহাজাগতিকতা এবং আধুনিকতার অদ্ভুত সংমিশ্রণের দেখা মেলে তার চিত্রশিল্পে। তার ছবির মধ্যে এক মুক্তির স্বাদ রয়েছে, যা দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। ২০২২ সালেই একটি ‘ভার্চুয়াল’ প্রদর্শনীর আয়োজন করেন তিনি। ছবি: সংগৃহীত