শৈশব থেকেই কেকের যে শখ ছিল
অসংখ্য ভক্তদের কাঁদিয়ে পরপারে চলে গেলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কেক (কৃষ্ণকুমার কুন্নাথ)। এখন তাকে নিয়ে ভক্তদের মাঝে বিভিন্ন ধরনের স্মৃতিচারণা চলছে। জেনে নিন এই শিল্পীর একটি শখ সম্পর্কে।
-
মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানের শেষে মৃত্যু হয়েছে গায়ক কৃষ্ণকুমার কুন্নথের। তিনি কেকে নামে সংগীত জগতে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার মৃত্যুর পর পুরনো একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। যেখানে কেকে তার শখের কথা জানিয়েছিলেন। ছবি: সংগৃহীত
-
ওই সাক্ষৎকারে কেকে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি তার একটা ভালোবাসা ছিল। তাদের একটা মারুতি গাড়ি ছিল। কেকে বলেছিলেন, ‘প্রবল ইচ্ছা থাকলেও বাবা আমাকে কোনো দিন ওই গাড়ি চালাতে দেয়নি।’ ছবি: সংগৃহীত
-
কেকে আরও জানিয়েছিলেন, প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা জানালেও তাকে গাড়ি দেওয়া হয়নি। তাই সাবানের মধ্যে গাড়ির চাবির ছাপ নিয়ে নকল চাবি বানিয়ে নিয়েছিলেন। ছবি: সংগৃহীত
-
কেকের কাছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ছিল। ছবি: সংগৃহীত
-
বেশ কয়েটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেকের সংগ্রহে ছিল জিপ চেরোকি, মার্সিডিজ বেন্জ এ ক্লাসের মতো গাড়ি। সম্প্রতি অডি আরএস৫ গাড়ি কেনেন তিনি। ছবি: সংগৃহীত
-
কেকে তার গানের জন্য জনপ্রিয় হলেও তার গাড়ির শখ সম্পর্কে খুব কম মানুষই জানতেন। কিন্তু এক সাক্ষাৎকারে তার এই শখ সম্পর্কে বলেছিলেন কেকে। ছবি: সংগৃহীত
-
কেকের সংগ্রহে জিপ, মার্সিডিজের মতো গাড়ি থাকলেও, তার সবচেয়ে প্রিয় ছিল অডি আরএস ৫। ছবি: সংগৃহীত
-
চলতি বছরের জানুয়ারিতেই স্ম্যাশিং মেটালিক রেড পেন্ট অডি আরএস ৫ গাড়ি কিনেছিলেন কেকে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছিলেন তিনি। অডি আরএস ৫-এর এক্স শোরুম দাম এক কোটি চার লাখ রুপি। ০-১০০ কিলোমিটার গতিতে পৌঁছতে মাত্র ৩.৯ সেকেন্ড লাগে এই গাড়ির। ছবি: সংগৃহীত
-
কেকের সংগ্রহে যে জিপ চেরোকি গাড়িটি ছিল তার দাম ৭৫ লাখ রুপি (এক্স শোরুম)। মার্ডিডিজ বেন্জ এ ক্লাসিক গাড়ির দাম প্রায় ৪ কোটি রুপি। কিন্তু সংস্থা এই গাড়ির উৎপাদন বন্ধ করে দেয় ২০১৯ সালে। ছবি: সংগৃহীত