যেভাবে কারিনার মতো স্মোকি আই পাবেন
শুধু অভিনয় নয়, স্মোকি আইয়ের জন্যও প্রশংসিত কারিনা কাপুর খান। নারী ভক্তরা তার চোখের মতো স্মোকি আই পেতে চান। জেনে নিন যেভাবে কারিনার মতো স্মোকি আই পাবেন।
-
ফ্যাশন ও মেকআপ দুনিয়ায় কিছু কিছু বিষয় থাকে যা কখনোই পুরোনো হয় না। যেমন স্মোকি আই। এর আবেদন চিরন্তন আর বেশিরভাগ পোশাক ও লুকের সঙ্গে মানিয়ে যায়। বলিউডে এই স্মোকি আইকে প্রায় স্টেটমেন্টের পর্যায়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। পাশ্চাত্য থেকে ভারতীয়, সব রকমের পোশাকের সঙ্গেই তিনি স্মোকি আই মেকআপ করে থাকেন। কারিনার মতোই স্মোকি আই মেকআপ করা খুব একটা কঠিন নয়। ছবি: সংগৃহীত
-
নিখুঁত না হওয়াটাই হলো স্মোকি আইয়ের নিখুঁত হওয়ার লক্ষণ। যদি মনে হয় যে সঠিকভাবে আইলাইনার আঁকা সম্ভব হচ্ছে না তাহলে মন খারাপ করার কিছু নেই। কারণ এই আইলাইনার ঘেঁটেই স্মোকি আই মেকআপ হবে। ছবি: সংগৃহীত
-
স্মোকি আই মেকআপ হলো একটু এথনিক ধাঁচের। তাই শুধু শুধু ছক ভাঙার চেষ্টা করে লাভ নেই। এতে হিতে বিপরীত হতে পারে। তাই একটাই রং বেছে নিয়ে এই মেকআপ করা উচিত। বড়জোর অন্য কোনো রঙের আইলাইনার দিয়ে এর উপরে কোট করা যেতে পারে। ছবি: সংগৃহীত
-
সুন্দর স্মোকি আই মেকআপের জন্য সঠিক আইলাইনার বেছে নেওয়া বাঞ্ছনীয়। এমন আইলাইনার বেছে নিতে হবে যার ফিনিশ স্মুদ হয়। এজন্য নরম জেল আইলাইনার বেছে নিতে হবে। কারণ এই জাতীয় আইলাইনার সহজে মিশিয়ে দেওয়া যায়। এছাড়া জেল আইলাইনারে প্রতিবারে একই রকম ঘনত্ব পাওয়া যায় যা পেনসিল আইলাইনারে সম্ভব নয়। ছবি: সংগৃহীত
-
এমনিতে স্মোকি আই মেকআপ করলে ধূসর ও কালো এই দুটো রঙই বেছে নেওয়া হয়। তবে মাঝেমধ্যে একটু ভিন্নমাত্রার লুক পেতে অন্যান্য রং ব্যবহার করলেও দোষের কিছু নেই। বেগুনি বা সবুজের মতো ছক ভাঙা উজ্জ্বল রংও ব্যবহার করা যায়। তবে যে কোনো রং ব্যবহার করার আগে নিজের স্কিন টোনের সঙ্গে তা কতটা মানানসই একবার দেখে নিলে ভালো হয়। ছবি: সংগৃহীত
-
যদি মনে হয় যে স্মোকি আই লুকের ফলে চোখ ছোট দেখাচ্ছে তাহলে একটু শিমার যোগ করা যেতে পারে। ছবি: সংগৃহীত