কেজিএফ-২ সিনেমার তারকাদের পারিশ্রমিক কত?
সম্প্রতি মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত এবং দক্ষিণ ভারতীয় অভিনেতা যশ অভিনীত সিনেমা কেজিএফ-২। ১০০ কোটি রুপি বাজেটের ছবি কেজিএফ-২ এরই মধ্যে বক্স অফিস থেকে ৭৮০ কোটি রুপি তুলে নিয়েছে। জেনে নিন এই সিনেমায় কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন।
-
একটি সূত্র বলছে, এই সিনেমার মূল চরিত্র ‘রকি ভাই’-এর ভূমিকায় অভিনয় করতে যশ ২৫ থেকে ২৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ছবি: সংগৃহীত
-
পারিশ্রমিকের অংকের নিরিখে নেহাতই পিছিয়ে নেই ‘অধিরা’ সঞ্জয়ও। সঞ্জয় এই সিনেমা করতে প্রায় ৯ থেকে ১১ কোটি রুপি নিয়েছেন বলেই শোনা গেছে। ছবি: সংগৃহীত
-
ছবিতে প্রধানমন্ত্রী ‘রামিকা সেন’-এর ভূমিকায় অভিনয় করার জন্য প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলিউডের এক সময়ের সামনের সারির নায়িকা রাবিনা ট্যান্ডন। ছবি: সংগৃহীত
-
সিনেমা জগৎ থেকে সাময়িক সময়ের জন্য বিরতি নিলেও রাবিনা ট্যান্ডন আবার ওয়েব সিরিজ এবং সিনেমা করে নতুন করে আত্মপ্রকাশ করছেন। ছবি: সংগৃহীত
-
‘রকি ভাই’-এর স্ত্রী ‘রিনা দেশাই’-এর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শ্রীনিধি এই ছবির জন্য প্রায় ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ছবি: সংগৃহীত
-
বেশিরভাগ দক্ষিণ ভারতীয় সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও এই সিনেমায় প্রকাশ অভিনয় করেছেন ‘বিজেন্দর ইঙ্গালাগি’ নামে এক চরিত্রে। ছবি: সংগৃহীত
-
এই সিনেমায় তার মুখেই শোনা গিয়েছে রকি ভাইয়ের উত্থানপতনের কাহিনি। আর এই ভূমিকায় অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৮৫ লাখ রুপি। ছবি: সংগৃহীত
-
এতো জনপ্রিয় হয়ে ওঠা এই সিনেমার পরিচালক প্রশান্ত। এই গল্পের লেখকও তিনি নিজেই। কিন্তু এই সিনেমাটি করতে প্রযোজকদের থেকে তিনি কত রুপি নিয়েছেন? ছবি: সংগৃহীত
-
প্রশান্ত এই সিনেমাটি করতে প্রযোজকদের থেকে ১৫ থেকে ২০ কোটি রুপি নিয়েছেন। এমনটাই শোনা গিয়েছে গোপন সূত্রে। ছবি: সংগৃহীত
-
প্রশান্ত এরই মধ্যে হাত লাগিয়েছেন তার পরবর্তী সিনেমা ‘সালার’-এর শুটিংয়ে। প্রভাস অভিনীত এই সিনেমার ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা। ছবি: সংগৃহীত