হৃতিকের ছেড়ে দেওয়া যেসব ছবি ব্লক বাস্টার হয়েছিল
ছবিগুলোর প্রস্তাব এসেছিল হৃতিক রোশনের কাছে। কিন্তু তা তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন। সেই ছবি করে অন্যরা হয়েছেন মহাতারকা। এবার জেনে নিন হৃতিকের ছেড়ে দেওয়া যে ৫ ছবি ব্লক বাস্টার হয়েছিল।
-
২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে কখনো একসঙ্গে একগাদা ছবিতে দেখা যায়নি হৃতিক রোশনকে। প্রতি বছরে একটি-দুটি অথবা সবচেয়ে বেশি তিনটি ছবিতে কাজ করেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
ভেবেচিন্তে গুটিকয়েক ছবিতে হাত দিলেও সব সময়ই যে হৃতিকের সিদ্ধান্ত সঠিক হয়েছে এমন নয়। এমন বহু ছবির অফার ফিরিয়ে দিয়েছেন, যেগুলো পরে শাহরুখ খান বা আমির খানেরা করেছেন। এবং বক্স অফিসে তুমুল মুনাফা কামিয়েছেন তারা। তারকা থেকে মহাতারকা হয়েছেন খানরা। এ রকম পাঁচটি ছবির কথাই শোনা যাক। ছবি: সংগৃহীত
-
২০০১ সালে বক্স অফিসের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছিল আশুতোষ গোয়ারিকরের ‘লগান’। সে ছবির পটভূমিকা ছিল, পরাধীন ভারতের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি। ‘লগান’-এর গল্পে ছিল ভুবন-গৌরীর রোম্যান্সের ফোড়নও। ভুবনের চরিত্রে আমির খানের আগে হৃতিকই পছন্দ ছিল আশুতোষের। ছবি: সংগৃহীত
-
২০০২ সালে অস্কারের দৌড়ে পৌঁছে গিয়েছিল ‘লগান’। সেরা বিদেশি ছবি বিভাগে মনোনীতও হয়েছিল। যদিও শেষমেশ শিকে ছেঁড়েনি। তবে বক্স অফিসের সাফল্যে আমিরের ক্যারিয়ার অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তা থেকে বঞ্চিত হয়েছিলেন হৃতিক। শোনা যায়, ‘লগান’-এর চিত্রনাট্যে বিশেষ আস্থা রাখতে পারেননি বলেই নাকি সে আশুতোষকে ‘না’ বলে দেন হৃতিক। কে জানে, পরে নিশ্চয়ই হাত কামড়েছিলেন তিনি! ছবি: সংগৃহীত
-
বলিউডের পরিচালকদের মধ্যে আশুতোষ তার অন্যতম প্রিয়। সংবাদমাধ্যমে বহুবার এ দাবি করেছেন হৃতিক। তবু ‘লগান’-এরপর আবারও তার ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। এ বার ‘স্বদেশ’। যে ছবির মুখ্য চরিত্রে শাহরুখ খানকে দেখা গিয়েছিল। নাসা-ফেরত মোহন ভার্গবের চরিত্রের জন্য নিজের সুপারস্টার ভাবমূর্তি ঝেড়ে ফেলেছিলেন শাহরুখ। ছবি: সংগৃহীত
-
ভারতীয় বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ২০০৪ সালে বিদেশের মাটিতে তুমুল মুনাফা লুটেছিল ‘স্বদেশ’। শাহরুখের ক্যারিয়ারেও অন্য হাওয়া বইয়ে দিয়েছিল তা। তবে তা থেকে বঞ্চিত হয়েছিলেন হৃতিক। ‘স্বদেশ’ ফিরিয়ে দেওয়ার পিছনে তার যুক্তি ছিল, চিত্রনাট্য পড়ার পর আশুতোষের দৃষ্টিকোণ বুঝতে পারিনি। সুতরাং মনে হয় না যে ‘স্বদেশ’ করার জন্য আমিই উপযুক্ত ব্যক্তি ছিলাম। যদিও ‘স্বদেশ’ যে তাঁর খুবই পছন্দের ছবি, তা জানিয়েছিলেন হৃতিক। ছবি: সংগৃহীত
-
দক্ষিণী ছবির সীমানা ছাড়িয়ে গোটা ভারতে নাম ছড়িয়ে পড়েছিল প্রভাসের। এর কারণ এস এস রাজামৌলীর ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ছবিটি। ২০১৫ সালে বক্স অফিসে ৬৫০ কোটির ব্যবসা করেছিল এ ছবি। তবে এটিও ফিরিয়ে দিয়েছিলেন হৃতিক। ছবি: সংগৃহীত
-
আশুতোষের ‘যোধা আকবর’ করার পর আরও একটি পিরিয়ড ড্রামায় মন দিতে চাননি বলে দাবি করেছিলেন হৃতিক। অন্য দিকে, হৃতিককে এ ছবির অফার দিলেও একটি টেলিভিশন শোয়ে রাজামৈলীর পাল্টা দাবি ছিল যে বাহুবলীর চরিত্রে একমাত্র প্রভাসের কথাই মাথায় ছিল তার। ছবি: সংগৃহীত
-
অনেকে বলেন, বলিউডে এক ঝলক তাজা হাওয়া বইয়ে দিয়েছিল ‘দিল চাহতা হ্যায়’। পরিচালক হিসাবে তার প্রথম ছবিতে সমীর অথবা সিড, দুই চরিত্রের যে কোনো একটিকে বেছে নিতে হৃতিককে বলেছিলেন ফারহান আখতার। তবে রাজি হননি হৃতিক। পরে ওই চরিত্রে দেখা গিয়েছিল যথাক্রমে সাইফ আলি খান এবং অক্ষয় খান্নাকে। ছবি: সংগৃহীত
-
বক্স অফিসে তো বটেই, সমালোচকদেরও তারিফ কুড়িয়ে নিয়েছিল ‘দিল চাহতা হ্যায়’। গাছের ডালের আড়ালে নায়ক-নায়িকার রোম্যান্স নয়। বরং মাটির কাছাকাছি থাকা চরিত্রদের টেনে এনেছিল এ ছবি। অক্ষয়কে সিডের ভূমিকায় দেখে চমকে গিয়েছিলেন অনেকে। সে সময় সইফের প্রায় ডুবন্ত ক্যারিয়ারকেও বাঁচিয়ে দিয়েছিল এ ছবি। তবে আগেই তো ‘না’ বলে দিয়েছেন। ফলে কোনো ফায়দাই জোটেনি হৃতিকের। ছবি: সংগৃহীত
-
‘রং দে বসন্তী’-তে আমির খানের মতো তারকার উপস্থিতি সত্তে¡ও কর্ণ সিংহানিয়াকে ভালোবেসে ফেলেছিলেন দর্শকেরা। দক্ষিণী ছবির আঙিনা ছেড়ে প্রথম বার হিন্দিভাষীদের কাছে নিজেকে মেলে ধরেছিলেন সিদ্ধার্থ। দর্শকদের পাশাপাশি সমালোচকেরাও তার কাজে বেজায় খুশি হয়েছিলেন। ছবি: সংগৃহীত
-
শোনা যায়, সিদ্ধার্থের চরিত্রে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার প্রথম পছন্দ ছিলেন হৃতিক। তবে আমিরের তুলনায় ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্র হলেও তাতে রাজি হননি তিনি। যদিও বক্স অফিসে তুমুল সফল হয়েছিল ‘রং দে বসন্তী’। ছবি: সংগৃহীত