রাম চরণের জয়জয়কার
ভারতীয় তেলেগু চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক রাম রচণ। ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘আরআরআর’ চলচ্চিত্রটি দর্শকরা লুফে নিয়েছেন।
-
রাম চরণ অভিনীত ছবি ‘আরআরআর’ এরই মধ্যে বেশ প্রশংসা লাভ করেছে। জানা গেছে ভারতীয় সিনেমা হলে প্রথম দিনের আয়ে রেকর্ড করেছে ছবিটি। ছবি: সংগৃহীত
-
রাম চরণ তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে স্থান করে নিয়েছেন। ছবি: সংগৃহীত
-
জানা গেছে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন রাম চরণ। ছবি: সংগৃহীত
-
রাম চরণকে বলা হয় ‘মেগা পাওয়ার স্টার’। এটা তার বাবা চিরঞ্জীবীর উপাধি ‘মেগাস্টার’ ও তাঁর চাচা পাবন কল্যাণের উপাধি ‘পাওয়ার স্টার’-এর সমন্বয়ে ভক্তরা তৈরি করেছেন। এই উপাধিটার তিনি এনজয় করেন। ছবি: সংগৃহীত
-
রাম চরণের নানা আল্লু রামা লিংগাইয়া ভারতের স্বাধীনতাসংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। ছবি: সংগৃহীত
-
রাম চরণের ‘ধ্রুব’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে। এটি তামিল ছবি ‘থানি অরুভান’-এর রিমেক। তবে ছবিটি তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছে। ছবি: সংগৃহীত
-
বাবার সহযোগিতায় রাম চরণের অভিনয় জীবন শুরু হয়। তবে তার বাবা চিরঞ্জীবী অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ছবি: সংগৃহীত
-
শুধু অভিনয় নয় পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবেও সফল রাম চরণ। পোলো, রাইডিং ক্লাব ও এয়ারলাইনসের ব্যবসা রয়েছে তার। ছবি: সংগৃহীত
-
রাম চরণ মুম্বাইয়ের একটি অভিনয়ের স্কুলে অভিনয়ের কোর্স সম্পন্ন করেছিলেন। এই স্কুল থেকে বলিউডের অনেক তারকারাও অভিনয় শিখেছেন। ছবি: সংগৃহীত