বাপ্পি লাহিড়ির সম্পত্তির পরিমাণ কত?
বাংলা গানের অন্যতম সুরশ্রষ্টা বাপ্পি লাহিড়িকে হারানোর শোকে কাতর সংগীতপ্রেমীরা। তিনি বিপুল পরিমাণ সম্পত্তি রেখে গেছেন। এ নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। জেনে নিন তার রেখে যাওয়া সম্পত্তি সম্পর্কে।
-
বুধবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ কিংবদন্তি সংগীতশিল্পী। নিজের গান দিয়ে সব শ্রেণির শ্রোতাদের মাতিয়েছেন তিনি। ছবি: সংগৃহীত
-
সংগীত জগতে যেমন ছিলেন সুরের রাজা, তেমনই রাজকীয় জীবনযাপন ছিল তার। তার যে বিপুল পরিমাণ সম্পত্তি ও উল্লেখযোগ্য পরিমাণ সোনা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। ছবি: সংগৃহীত
-
২০১৪ সালে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করার সময় নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছিলেন যে তার কাছে ৭৫৪ গ্রাম সোনা এবং ৪.৬২ কেজি রুপোর গয়না রয়েছে। তখনকার বাজারমূল্য অনুযায়ী তার সোনার গয়না ছিল প্রায় ৪০ লাখ টাকার এবং রুপার গয়না ছিল ২ লাখ ২০ হাজার টাকার। তারপর থেকে ৮ বছরে তার গয়নার পরিমাণ যে অনেকটাই বেড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ছবি: সংগৃহীত
-
সোনা কেনার পাশাপাশি গাড়ি কেনারও শখ ছিল বাপ্পি লাহিড়ির। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫টি গাড়ি কিনেছিলেন তিনি। তার কাছে একটি ৪২ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি, ৩২ লাখ টাকার অডি গাড়ি, ২০ লাখ টাকার ফিয়াট গাড়ি, ১৬ লাখ টাকার সনেট গাড়ি ও ৮ লাখ টাকার স্করপিও ছিল। এছাড়াও জানা গিয়েছে, তার নামে স্বয়ংচালিত একটি টেসলা এক্স গাড়িও ছিল। ছবি: সংগৃহীত
-
বাপ্পি লাহিড়ির ভারতে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাড়িটি। ২০০১ সালে সাড়ে ৩ কোটি রুপি দিয়ে তিনি এই বাড়িটি কিনেছিলেন। তবে অন্যান্য বাড়ি সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। ছবি: সংগৃহীত
-
উজ্জ্বল ঝলমলে জ্যাকেটকে সত্তরের দশকেই জনপ্রিয় করেন তিনি এবং আজও জেনারেশন জেডের তিনি প্রতিটি গানের ১০ লাখ রুপি করে নিতেন এবং ১ ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য ২০-২৫ লাখ রুপিরর কাছাকাছি নিতেন। একটি ভারতীয় সংবাদপত্রের সমীক্ষার তথ্য অনুযায়ী, এই কিংবদন্তি গায়কের মাসিক আয় ছিল ২০ লাখ ও বাৎসরিক আয় প্রায় ২০ কোটি রুপির বেশি ছিল। ছবি: সংগৃহীত
-
পরিবারে অবশ্য শুধু বাপ্পি লাহিড়ি নন, তার স্ত্রী চিত্রাণী লাহিড়িও গয়না পরতে ভালোবাসেন। এমনকি বাপ্পি লাহিড়ির চেয়ে তার স্ত্রীর সোনার গয়নার পরিমাণ আরও বেশি। হীরের গয়নাও রয়েছে তার। চিত্রাণী লাহিড়ির ৯৬৭ গ্রাম সোনা, ৮ কেজি ৯০০ গ্রাম রূপা রয়েছে। আর হীরের গয়না রয়েছে ৪ লাখ রুপির। ছবি: সংগৃহীত