কী পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?
কোটি কোটি ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন উপমহাদেশের কিংবদিন্ত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার পুরো জীবন ছিল বর্ণাঢ্য ও ঘটনাবহুল। এবার জেনে নিন কী পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?
-
এক অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন লতা মঙ্গেশকর। মাত্র ১৩ বছর বয়সে গান গেয়ে ২৫ রুপি রোজগার করেছিলেন লতা। সেখান থেকেই কোটি কোটি রুপির সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
অধ্যবসায় আর নিষ্ঠা এই ছিল ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের সাফল্যের চাবিকাঠি। ছবি: সংগৃহীত
-
বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্যমঞ্চের পরিচিত মুখ। বাবার হাত ধরেই অনেক ছোট বয়সে নাটক, গানের সঙ্গে পরিচয়। দিদিমার কাছে লোকগানের তালিম নেওয়া শুরু সেই ছেলেবেলায়। এরপর শুরু হয় এক সুরেলা উত্তরণ। ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরও মন জয় করেছিল সেই সুরেলা কণ্ঠ। ছবি: সংগৃহীত
-
বিভিন্ন রিপোর্ট বলছে, সুরসম্রাজ্ঞীর মাসিক আয় ছিল প্রায় ৪০ লাখ রুপি। বছরে পেতেন প্রায় ৬ রুপি টাকা। সেই অর্থ আসত তার গানের রয়্যালিটি থেকে। ছবি: সংগৃহীত
-
কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে, ‘নাইটেঙ্গল অফ ইন্ডিয়া’র সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৩৭০ কোটি রুপি। কেউ কেউ অবশ্য দাবি করেছেন, তিনশো কোটি নয়, সম্পত্তির পরিমাণ ১০৭-১১৫ কোটি। কোটিপতি হয়েও তিনি ছিলেন মাটির মানুষ। ছবি: সংগৃহীত
-
গাড়ির বিষয়ে শৌখিন ছিলেন সংগীতসম্রাজ্ঞী। গাড়ির দুর্দান্ত সংগ্রহ ছিল লতা মঙ্গেশকরের। তার বাড়ি ‘প্রভুকুঞ্জে’র গ্যারাজে ছিল কিছু সেরা এবং স্টাইলিশ গাড়ি। একাধিকবার সাক্ষাৎকারে গাড়ির প্রতি তার ভালোবাসার কথা বলেছেন লতা। ক্যারিয়ারের শুরুতে তার ছিল একটি শেভরলে। মায়ের নামে গাড়িটি কিনেছিলেন ইন্দোর থেকে। লতার গ্যারেজে ছিল বুইক এবং ক্রিসলার। পরে যশরাজের পক্ষ থেকে তাকে একটি মার্সিডিজ উপহার দেওয়া হয়। ছবি: সংগৃহীত
-
যশরাজ প্রযোজিত ‘বীরজারা’ সিনেমায় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন লতা মঙ্গেশকরের সুরেলা কণ্ঠ। সেই সিনেমা রিলিজের সময় প্রযোজক লতাজির হাতে মার্সিডিজের চাবি তুলে দেন। সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন ‘ভারতরতœ’। ছবি: সংগৃহীত
-
লতা মঙ্গেশকরের গলায় ছিল সাক্ষাৎ সরস্বতীর অধিষ্ঠান। যা তার প্রতিটি গানে অনুভূত হয়েছে। তার গাওয়া এবং চমৎকার কণ্ঠের জাদুতেই অপার খ্যাতি এবং সম্পদ অর্জন করেছিলেন লতা মঙ্গেশকর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ৫০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৭০ কোটি টাকা। ছবি: সংগৃহীত
-
২৮ সেপ্টেম্বর ১৯২৯ সালে ইন্দোরে বিখ্যাত সংগীতজ্ঞ দীনানাথ মঙ্গেশকরের ঘরে জন্মগ্রহণ করেন, ভারতরতœ লতা মঙ্গেশকর। খুব অল্প বয়েসেই তার কোকিল কণ্ঠ দিয়ে জীবনে অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন লতা। ছবি: সংগৃহীত
-
তার সাত দশকের কর্মজীবনে বেশ কয়েকটি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন সুরসম্রাজ্ঞী। শুধু আর্থিক সম্পত্তিই নয়, তিনি তার সেরা কাজ এবং সুরেলা কণ্ঠের জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারতরত্ন এবং আরও অনেক পুরস্কারে সম্মানিত হন। ছবি: সংগৃহীত
-
সর্বোপরি লতা মঙ্গেশকর অর্জন করেছেন অনুরাগীদের আকণ্ঠ ভালোবাসা যা কোনোদিন তাকে ছেড়ে যায়নি এক মুহূর্ত। ছবি: সংগৃহীত