তুহিনার উত্থানের গল্প
দর্শক মাতাতে আসছেন ভারতীয় নতুন প্রজন্মের অভিনেত্রী তুহিনা দাস। এরই মধ্যে কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন। জেনে নিন তুহিনার পথচলার গল্প।
-
বড় পর্দায় তুহিনার প্রথম কাজ অরিন্দম শীলের ‘আসছে আবার শবর’। কিন্তু তুহিনা দাস ইতিমধ্যেই বেশ নজর কেড়েছেন টালিউডের পরিচালকদের। ছবি: সংগৃহীত
-
এখন সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায় সকলের ছবিতেই কমবেশি থাকছেন তিনি। ছবি: সংগৃহীত
-
শবর-সিরিজে নাম লেখানোর আগে তুহিনা অবশ্য বছরখানেক কৌশিক সেনের দলে থিয়েটার করেছেন। ছবি: সংগৃহীত
-
দেড় বছর ছোট পর্দাতেও কাজ করেছেন তুহিনা। ছবি: সংগৃহীত
-
তবে বরাবরই সিনেমা তুহিনাকে বেশি করে টানত। বললেন, ‘আমি ছোট পর্দায় অনেকগুলোই কাজ করেছি। মডেলিংও করেছি বেশ কিছু। কিন্তু কোনো দিনই এগুলোতে তেমন কমফর্টেবল ছিলাম না। সব সময় ইচ্ছে করত, বড় পর্দায় কাজ করতে।’ ছবি: সংগৃহীত
-
তুহিনার উল্লেখযোগ্য কাজ হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’-এও। ছবি: সংগৃহীত
-
কীভাবে অভিনয়ে এলেন? জানতে চাইলে তুহিনা জানান, ‘অন্য একটা ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলাম। সেটার নাম আর বলছি না। তবে সেখানে অরিন্দমদাও ছিলেন। তারপর কথাবার্তা হতে আমাকে জানালেন শবরে একটি চরিত্রের কথা। সেখান থেকেই আমার কাজ করা।’ ছবি: সংগৃহীত