যেসব সুবিধা পাবেন মিস ইউনিভার্স হারনাজ
এবারের মিস ইউনিভার্স হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধু। তাকে নিয়ে এখনো শোবিজ অঙ্গনে আলোচনা চলছে। বিভিন্ন কথা হচ্ছে তার আগামীদিনের পথচলা নিয়ে। এবার জেনে নিন যেসব সুবিধা পাবেন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু।
-
২১ বছর পর মিস ইউনিভার্সের শিরোপা পেয়েছে ভারত। মুকুট উঠেছে ভারত সুন্দরী হারনাজ সান্ধুর মাথায়। ১৯৯৪ সালে ভারত পেয়েছিল তার প্রথম মিস ইউনিভার্স। বিশ্বের মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জেতেন লারা দত্ত। ছবি: সংগৃহীত
-
চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী এই মেয়ের প্রশংসা করছেন সাবাই। তবে জানেন কি হারনাজের মাথায় মিস ইউনিভার্সের মুকুটের দাম কত? মিস ইউনিভার্স মুকুটের দাম প্রায় ৫০ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩৭ কোটি রুপি! মুকুটের ওজন ১ কেজি। এই মুকুটে রয়েছে ১ হাজার ৭২৫টি হিরা। ছবি: সংগৃহীত
-
সূত্রের খবর, এর আগে কোনো প্রতিযোগীর জন্য নাকি এত দামি মুকুট তৈরি হয়নি। মিস ইউনিভার্সের মুকুট প্রতিবারই বদলে যায়। ২০১৯ সালে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের জন্য মৌওয়াদ জুয়েলারি ‘মৌওয়াদ পাওয়ার অফ ইউনিটি ক্রাউন’ তৈরি করেছিল। ছবি: সংগৃহীত
-
হারনাজকে দেওয়া মুকুটটি প্রকৃতি, সৌন্দর্য, নারীত্ব, ঐক্য এবং শক্তির উপর ভিত্তি করে তৈরি। মুকুটটিতে ১৮-ক্যারেট সোনা, ১৭৭০টি হিরা এবং কেন্দ্রে একটি ঢাল কাটা সোনার সঙ্গে ক্যানারি হিরা রয়েছে। এই হিরার ওজন ৬২.৮৩ ক্যারেট। ছবি: সংগৃহীত
-
তবে শুধু দামি মুকুট নয়, হারনাজ গোটা একবছর ধরে নানান সুবিধা ভোগ করবেন। একবছরের জন্য নিউইয়র্কে একটি পেন্টহাউসে থাকার সুযোগ, তার সঙ্গে মিস ইউনিভার্স সংস্থার প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বিশ্বভ্রমণ করতে পারবেন তিনি। ছবি: সংগৃহীত
-
মিস ইউনিভার্সের ত্বক ও ডায়েটের জন্য বিশেষজ্ঞ, ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট থাকবে। খাবার জিনিস থেকে পোশাক সবই পাবেন মিস ইউনিভার্স অরগানাইজেশনের সৌজন্যে। ছবি: সংগৃহীত
-
সংস্থা তাকে মডেলিংয়ের জন্য একটি পোর্টফোলিও তৈরিতে সাহায্যও করবে। তার জন্য বিশ্বের সেরা ফটোগ্রাফারদেরও অফার দেওয়া হবে। অন্যান্য বিলাসবহুল সেবার মধ্যে ফ্যাশন স্টাইলিস্ট, ত্বক এবং দাঁতের সেবাও বিনা মূল্যে পাবেন হারনাজ। ছবি: সংগৃহীত