বলিউডের সেই খুদে তারকারা এখন কী করছেন?
এক সময়ের বলিউডের এই খুদে তারকারা মাতিয়ে রেখেছিলেন বিনোদনপ্রেমীদের। আলোচনায় আসার পর অনেকেই হারিয়ে গেছেন। এখন জেনে নিন বলিউডের এক সময়ের খুদে তারকারা আজ কোথায় কী করছেন?
-
ঝনক শুক্ল: ‘কাল হো না হো’ ছবির সেই ছোট্ট মেয়েটি ‘জিয়া কাপুর’। তার আধো আধো কথায় মুগ্ধ ছিলেন বলিউড বাদশা শাহরুখ খানও। ২০০৩ সালের সেই ছবির ছোটো নায়িকা আজ বড় হয়ে গিয়েছে। চলতি বছর একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। পড়াশোনা শেষ করে মনের আনন্দে দিন কাটাচ্ছেন ঝনক শুক্ল। ছবি: সংগৃহীত
-
অতিথ নায়েক: সেই ছবিতেই প্রীতি জিনতার ভাই ‘শিব’-এর চরিত্রে অভিনয় করেছিলেন অতিথ নায়েক। কিন্তু তাকে আর ‘অভিনেতা’ বলা যাবে না। কারণ তিনি সেই পেশা ছেড়ে দিয়েছেন বহু বছর আগেই। তিনি এখন ক্যামেরার পিছনে বাজিমাত করছেন। নিজে ক্যামেরার নির্দেশনার দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে নিজের ছবিও নির্মাণ করেছেন। তার বানানো ৩টি ছবি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। ছবি: সংগৃহীত
-
অভিষেক শর্মা: হৃতিক রোশনের ন্যাওটা। ‘কহো না পেয়ার হ্যায়’-এর সেই ছোটো ছেলেটি আজ অনেক বড় হয়েছে! সুপারহিট ছবিতে হৃতিকের সঙ্গে জুটি বাঁধার পরে হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন অভিষেক। ‘মিলে যাব হাম তুম’ সিরিয়ালের জন্য ২০ কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন অভিষেক শর্মা। ছবি: সংগৃহীত
-
মালবিকা রাজ: ‘কাভি খুশি কাভি গাম’- ছবিতে কারিনার শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। পেশায় মডেল সেই ছোটো পূজা ওরফে মালবিকা ফের অভিনয়ে ফিরছেন। জি-ফাইভের পর্দায় তাকে দেখা যাবে ‘স্কোয়াড’ ছবিতে। ছবি: সংগৃহীত
-
কবীশ মজুমদার: ‘কাভি খুশি কাভি গাম’-এ হৃতিক রোশনের শৈশবের চরিত্রে অভিনয় করেছিলেন এই কবীশ মজুমদার। বরুণ ধবনের বন্ধু কবীশ ‘ম্যাঁয় তেরা হিরো’-তেও অভিনয় করেছেন। ছবি: সংগৃহীত
-
জিবরান খান: ‘কাভি খুশি কাভি গাম’-এ ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ গাইতে গাইতে মাঝ পথে পদ ভুলে যাওয়া, তারপরে ছুটে এসে কাজলের সেই গান সম্পূর্ণ করা— মনে পড়ে শাহরুখ খান এবং কাজলের ছেলের কথা? আজ তার এক একটি ছবিতে হাজার হাজার ‘লাইক’। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এখন দেড়ে লাখ ছাড়িয়ে গিয়েছে। ছবি: সংগৃহীত
-
রুবিনা আলি: ‘স্লামডগ মিলিয়নিয়র’-এ বস্তির খুদের দলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন রুবিনা আলি। বাস্তবেও রুবিনার ঠিকানা বস্তিই। তাই ছবিটি মুক্তি পাওয়ার পরে তার জন্য একটি ত্রাণ তহবিল তৈরি করা হয়। সেই তহবিলের টাকার সাহায্যে মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাড়ি কিনেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
তনয় ছেডা: ‘তারে জমিন পার’-এ দর্শিল সাফারির বন্ধু। ‘স্লামডগ মিলিনিয়র’-ও অভিনয় করেছিলেন তনয় ছেডা। ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র নিয়ে পড়াশোনাও করেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
সিদ্ধার্থ নিগম: খুদে যমজ জাদুকর- সাহির এবং সমর। ‘ধুম ৩’ ছবিতে একাই দুজনের ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ নিগম। আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ‘আলাদিন- নাম তো সুনা হোগা’ ধারাবাহিকেও ‘আলাদিন’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। এখন সেই খুদে তারকা বলিউডের সুপুরুষদের তালিকায় অন্যতম। ছবি: সংগৃহীত