যেখানে বিয়ে হবে ক্যাটরিনা-ভিকির
বলিউডজুড়ে চলছে ক্যাটরনিা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের আলোচনা। আগামী মাসে হবে তাদের বিয়ের অনুষ্ঠান। কোথায় হবে তাদের বিয়ের আয়োজন তা জেনে নিন।
-
ক্যাটরিনা-ভিকি এখন পর্যন্ত কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তাদের এনগেজমেন্ট-এর খবরও ভাইরাল হয়েছে। জানা গেছে আসছে ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে তারা বিয়ে করতে চলেছেন। ছবি: সংগৃহীত
-
রাজস্থানের একটি পুরনো দুর্গে হবে তাদের ডেস্টিনেশন ওয়েডিং। এটি অন্তত ৭০০ বছরের প্রাচীন দুর্গ। এখন এটি এখন বিলাসবহুল রিসোর্ট। সেখানেই নাকি বিয়ে সারবেন এই জুটি। ছবি: সংগৃহীত
-
১৪ শতকে চৌহানদের হাতে তৈরি হয়েছিল এই বারওয়াড়া দুর্গ। রাজস্থানের বাঘের জেলা বলে জনপ্রিয় রণথোম্বরে রয়েছে এটি। একটি সংস্থা সম্প্রতি এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এবং এটিকে রিসোর্টে পরিণত করে। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে রিসোর্টটি চালু হয়েছে। ছবি: সংগৃহীত
-
এই বিশালাকার দুর্গের মধ্যে দু’টি প্রাসাদ রয়েছে। সঙ্গে রয়েছে অনেক মন্দির। এই প্রাসাদগুলোতেই থাকার বন্দোবস্ত রয়েছে। ছবি: সংগৃহীত
-
মোট ৪৮টি শোওয়ার ঘর রয়েছে এখানে। ঘরগুলো সম্পূর্ণ রাজস্থানের ভাস্কর্য দিয়ে মোড়া। ঘরের দেওয়াল থেকে শুরু করে বিছানার চাদর, সব স্থানেই রাজস্থানের ছোঁয়া রয়েছে। ছবি: সংগৃহীত
-
রিসোর্টের ভিতরে তিনটি রেস্তরাঁ রয়েছে। দু’টি সুইমিং পুল এবং স্পা রয়েছে। রয়েছে একটি পানশালাও। ছবি: সংগৃহীত
-
৩০ হাজার বর্গ ফুট এলাকাজুড়ে বিস্তৃৃত রয়েছে ওই স্পা। অতিথিদের শরীরচর্চার জন্য একটি ফিটনেস কেন্দ্রও গড়ে তোলা হয়েছে। সেখানে যাবতীয় অত্যাধুনিক সরঞ্জাম যেমন রয়েছে, পাশাপাশি আয়ুর্বেদিক উপায়ে রোগ সারানোর ব্যবস্থাও রয়েছে। ছবি: সংগৃহীত
-
এই রিসর্টের পাশেই রয়েছে বারওয়াড়া হ্রদ। স্থানীয়দের কাছে এই হ্রদ খুবই পবিত্র। এই রিসর্টের দেখভালের জন্য স্থানীয়দেরই নিযুক্ত করা হয়েছে। রিসোর্টের কাছেই রয়েছে রণথোম্বর জঙ্গল। তার জীববৈচিত্রে যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে সে দিকে বিশেষ নজর দেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
-
সবেমাত্র খোলার কারণে ভালো সুযোগ দিচ্ছে এই রিসোর্ট। প্রতি রাতে মাথাপিছু ভারতীয় মুদ্রার ৬৫ হাজার রুপিতে কাটিয়ে আসতে পারেন এই রাজকীয় রিসর্টে। এই টাকায় ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার অন্তর্ভুক্ত। ছবি: সংগৃহীত
-
নানা ধরনের রাজস্থানি খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা। রাঁধুনীরা আপনার পছন্দমতো বিভিন্ন রাজস্থানি পদ হাজির করবেন। প্রতিটি পদই স্থানীয় সব্জি এবং মশলা দিয়ে তৈরি হবে। ছবি: সংগৃহীত