বিতর্ক যেন পিছু ছাড়ছে না শিল্পার
স্বামী রাজ কুন্দ্রার পর্নো কাণ্ডের পর আবারও আলোচনা-সমালোচনা ও বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা শিল্পা শেঠি। জেনে নিন তিনি এর আগে আরও যেসব বিতর্কে জড়িয়েছেন।
-
শিল্প শেঠি ১৯৯৩ সালে ‘বাজিগর’ ছবিতে আত্মপ্রকাশ হয়েছিল শিল্পা শেট্টির। তারপর একের পর এক জনপ্রিয় ছবি করে গিয়েছেন। ছবি: সংগৃহীত
-
‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘হাতকড়ি’, ‘ছোটে সরকার’, ‘হিম্মত’, ‘ইনসাফ’, ‘আজাদ’, ‘ধড়কন’, ‘লাইফ ইন আ মেট্রো’-র মতো একাধিক ভিন্ন ধারার ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত
-
এক সময় বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় গণ্য করা হত তাকে। কিন্তু নবাগতাদের ভিড়ে ২০০৬ সালের পর থেকেই বলিউডে তার দাপট কমতে শুরু করে। ২০০৭ সালের ‘আপনে’র পর থেকে যে কটি ছবি করেছেন, সব কটিতেই মূলত আইটেম গানে অংশ নিয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালের ‘ওম শান্তি ওম’, ২০০৮ সালের ‘দোস্তানা’এবং এর ৬ বছর পর ‘ধিস্কিআও’ ছবিতে আইটেম গান ছিল শিল্পার। ছবি: সংগৃহীত
-
দীর্ঘ ১৪ বছর পর তার ‘হাঙ্গামা ২’ ছবিটি মুক্তি পেয়েছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন শিল্পা। কিন্তু এরই মধ্যে স্বামী রাজ কুন্দ্রার কীর্তি তাকে আবার শিরোনামে নিয়ে এসেছে। ছবি: সংগৃহীত
-
স্বামীর পর্নো কাণ্ডের আগেও ভিন্ন ভিন্ন কারণে বিতর্কে জড়িয়েছেন শিল্পা। ছবি: সংগৃহীত
-
১৯ জুলাই ডিজিটাল প্লাটফর্মে পর্নো ছবি বানানোর অভিযোগে গ্রেফতার হন শিল্পার স্বামী রাজ। জেরা করা হয়েছে শিল্পাকেও। এই ঘটনা নিয়েও এখন তোলপাড় বলিউড। ছবি: সংগৃহীত
-
স্বামীর হঠাৎ গ্রেফতারিতে শিল্পার দিকেও আঙুল উঠতে শুরু করেছে। ছবি: সংগৃহীত
-
‘ইনসাফ’, ‘জানোয়ার’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ধড়কন’সহ অনেক ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন। এক সময়ে দু’জনের ঘনিষ্ঠতাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ছবি: সংগৃহীত
-
অক্ষয় এবং শিল্পার প্রেম নিয়ে গুঞ্জন কম হয়নি। আবার দুজনের বিচ্ছেদও হয়েছে বহু বিতর্কের পর। শিল্পা জানতে পেরে গিয়েছিলেন, তার পাশাপাশি টুইঙ্কেল খান্নার সঙ্গেও সমান তালে সম্পর্ক রেখেছিলেন অক্ষয়। তারপর অক্ষয়ের থেকে সরে আসেন তিনি। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালে শিল্পা এইডস নিয়ে একটি সচেতনতামূলক প্রচারে যোগ দিয়েছিলেন। আমেরিকার অভিনেতা রিচার্ড গেরেও তাতে হাজির ছিলেন। মঞ্চে উঠেই সবাইকে অবাক করে শিল্পাকে জড়িয়ে ধরে ক্রমাগত চুমু খেতে শুরু করেন তিনি। ছবি: সংগৃহীত
-
এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। শিল্পা এবং রিচার্ডের কুশপুত্তলিকা পোড়ানো হয়। রাজস্থান কোর্ট তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। পরে যদিও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। ছবি: সংগৃহীত
-
আন্তর্জাতিক রিয়্যালিটি শো ‘বিগ ব্রাদার’-এ সুযোগ পাওয়া একমাত্র ভারতীয় তারকা হিসেবে আলোনায় এসেছিলেন শিল্পা। সেটা ২০০২ সাল। সেই প্রতিযোগিতায় বিজেতাও হন তিনি। ছবি: সংগৃহীত
-
কিন্তু প্রতিযোগিতা চলাকালীন মারাত্মক বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল তাকে। তখনও খবরের শিরোনামে উঠে এসেছিল শিল্পার নাম। ছবি: সংগৃহীত
-
২০০৬ সালে রিমা সেন এবং শিল্পা দু’জনের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মাদুরাই কোর্ট। তাদের বিরুদ্ধে অশ্লীল ফটোশুট করার অভিযোগ ছিল। ছবি: সংগৃহীত