যাদেরকে পর্নোগ্রাফিতে অভিনয়ের প্রস্তাব করেছিলেন শিল্পার স্বামী
পর্নোগ্রাফি মামলায় বলিউডতারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতারের পর তার বিরুদ্ধে বেশ কয়েকজন মডেল-অভিনেত্রী অভিযোগ এনেছেন। তাদের দাবি রাজের অ্যাপের জন্য পর্নোগ্রাফিতে অভিনয়ের প্রস্তাব তাদের কাছে এসেছিল। জেনে নিন এসব মডেল-অভিনেত্রীদের সম্পর্কে।
-
রাজ কুন্দ্রার বিরুদ্ধে যে ৫ মডেল অভিনেত্রী মুখ খুলেছেন, তাদের মধ্যে একজন হলেন পুনীত কাউর। পুনীত একজন ইউটিউবার। তিনি জানিয়েছেন, রাজের কাছ থেকে তার অ্যাপের জন্য অভিনয়ের প্রস্তাব এসেছিল। যদিও তিনি তা গ্রহণ করেননি। ছবি: সংগৃহীত
-
পুনীত আরও জানিয়েছেন, রাজ তার অ্যাপ ‘হটশট’-এ অভিনয়ের প্রস্তাব নিয়ে নিজেই তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। রাজের গ্রেফতারের খবরের স্ক্রিনশট দিয়ে পুনীত লেখেন, ‘আমি এবার নির্ঘাত মরব। এই লোকটা হটশটে অভিনয়ের প্রস্তাব দিয়ে আমাকে সরাসরি মেসেজ পাঠিয়েছিলো!! ভাবতেই পারছি না, উনি সত্যিই মেয়েদের এভাবে লোভ দেখান! কী সাংঘাতিক। জেলে পচে মরো রাজ কুন্দ্রা।’ ছবি: সংগৃহীত
-
শার্লিন চোপড়ার দাবি, তার সঙ্গে রীতিমতো চুক্তি করেই কাজে নেমেছিলেন রাজ। মহারাষ্ট্র সাইবার সেলকে শার্লিন সাফ জানিয়েছেন, রাজের হাত ধরেই তিনি প্রাপ্তবয়স্কদের ছবির জগতে এসেছিলেন। মডেল, অভিনেত্রীর দাবি, প্রতি ছবিতে কাজ করার জন্য ৩০ লাখ রুপি করে দেয়া হত শার্লিনকে। ছবি: সংগৃহীত
-
শার্লিন আরও জানান, তিনি রাজ কুন্দ্রার অ্যাপের জন্য এমন ১৫-২০টি ছবিতে কাজ করেছেন। রাজ তাকে লভ্যাংশের ৫০ শতাংশ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে শিল্পার স্বামী সে কথা কথা রাখেননি আর সে কারণেই এক বছর পর চুক্তি ভেঙে যায়। ছবি: সংগৃহীত
-
রাজ কুন্দ্রার বিষয়ে মুখ খুলেছেন মডেল ইশিকা বোহরা। তার কথায়, এক বছর আগে তিনি রাজের সহকারী উমেশ কামাতের কাছ থেকে ফোন পান। নগ্ন দৃশ্যে শুটিংয়ের জন্য দৈনিক ৩৫ হাজার টাকা দেয়ার কথা বলা হয়েছিল তাকে। বলা হয়েছিল, নগ্ন দৃশ্যের ওই শুটিং হবে ইরোটিক। অর্থাৎ, শুধু নগ্নতা নয়, তাতে শিল্পের মিশেল থাকবে। ইশিকা জানান, লকডাউনের জন্য তার হাতে তখন কাজ ছিল না তাই তিনি শুটিংয়ে রাজি হয়ে যান। ছবি: সংগৃহীত
-
তবে ইশিকার দাবি, নিজের অ্যাপে ইরোটিক ছবি রাখলেও বিদেশে পূর্ণমাত্রার পর্নো ছবিই বিক্রি করতেন রাজ। শুটিংয়ে গিয়েই তিনি তা বুঝেছিলেন। অভিযোগ, তাকে আর্ট শুটের কথা বলা হলেও শুটিংয়ে তার চার দিকে চারটি ক্যামেরা রাখা হয়েছিল। এর মধ্যে একটি ছিল নিচ থেকে উপরের দিকে ছবি তোলার জন্য নেয়া। আর তাতেই তিনি বুঝেছিলেন এ ধরনের ছবি কখনোই আর্ট শুটে ব্যবহার হতে পারে না। ছবি: সংগৃহীত
-
এখানেই শেষ নয়, ইশিকা বোহরা রাজের বিরুদ্ধে মডেলদের কম টাকায় কাজ করিয়ে নেয়ার অভিযোগও এনেছেন। তার দাবি, যেখানে বলিউড এবং মডেলিং দুনিয়াতে এক দিনের কাজের সময় মাত্র আট ঘণ্টার। অথচ, তার মতো বহু মডেলকে এক বেলার টাকায় তিনবেলার কাজ করিয়ে নিতেন রাজ। তবে শেষ পর্যন্ত তিনি রাজের অ্যাপে কাজ করেননি বলে জানান ইশিকা। জানান, তাকে টানা ২৪ ঘণ্টা কাজের প্রস্তাব দেয়া হয়েছিল। ছবি: সংগৃহীত
-
রাজ কুন্দ্রার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন পুনম পান্ডে। তার কথায়, হটশটের আগেও প্রাপ্তবয়স্কদের অ্যাপ বানানোর চেষ্টা করেছিলেন রাজ। তিনি এবং রাজ এক সঙ্গেই নাকি ওই অ্যাপ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে টাকার ভাগ বাটোয়ারার গোলযোগের কারণেই তিনি চুক্তি ভেঙে বেরিয়ে যান বলে দাবি পুনমের। ছবি: সংগৃহীত
-
পুনমের কথায়, তার কিছু ছবি ও ভিডিও রাজের সংস্থার কাছে থেকে গিয়েছিল যা তার অনুমতি ছাড়াই প্রকাশ করে দেয়া হয়। ২০১৯ সালে এ নিয়ে তিনি মামলাও দায়ের করেছিলেন। পুনমের অভিযোগ, ওই ছবি ও ভিডিওর নিচে তার ফোন নম্বর দিয়ে দেয়া হত। যে কারণে তিনি নম্বর বদলাতে এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। পুনমের কথায় এতদিন শিল্পা শেঠির কথা ভেবেই নাকি তিনি বিশেষ কিছু বলতে চাননি। ছবি: সংগৃহীত
-
মডেল-অভিনেত্রী সাগরিকা সোনা সুমনের জানিয়েছেন, তাকে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে অডিশনে ডেকেছিলেন রাজ। যেখানে তার অভিজ্ঞতা ভয়াবহ। গত ফেব্রুয়ারিতে এ নিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ, তাকে অডিশনে পোশাক খুলে ফেলতে বলা হয়েছিল। ছবি: সংগৃহীত
-
রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন সাগরিকা। তার কথায়, তিনি মডেলিং করেন, তবে লকডাউনে হাতে কাজ ছিল না। সে সময় তার সঙ্গে যোগাযোগ করেন উমেশ কামাত, যিনি কিনা রাজের সহকারী। উমেশই তাকে ওয়েবসিরিজে অভিনয়ের প্রস্তাব দেন। তবে ভিডিও কলে আচমকাই তাকে পোশাক খুলে ফেলতে বলা হয়। উল্টো দিকে ছিলেন রাজ, উমেশ এবং মুখ ঢেকে রাখা এক ব্যক্তি। ছবি: সংগৃহীত