ঘূর্ণিঝড় ইয়াসে আক্রান্তদের পাশে যেভাবে দাঁড়ালেন মিমি
ঘূর্ণিঝড় ইয়াসের আক্রান্তদের পাশে সাহায্যের হাত বাড়ালেন ওপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও ভারতীয় সাংসদ মিমি চক্রবর্তী।
-
একদিকে করোনায় দিশেহারা ভারতের মানুষ। কোনো কোনো রাজ্যে চলছে লকডাউন। এরমধ্যেই থাবা বসিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসে বিপর্যস্ত হয়েছে বহু মানুষের জীবন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এবার নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
-
টুইটারে মিমি এই ছবি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন এই দুর্যোগের পর তিনি ও তার দল মানুষের পাশে আছে। নিজের এলাকার মানুষের সঙ্গে দেখা করেন তিনি। আগামী কর্মসূচি নিয়ে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন। ছবি: সংগৃহীত
-
রিলিফ সেন্টারে গিয়ে সব কিছু খতিয়ে দেখেন মিমি। সেখানে আসা দুর্গত মানুষের সাথে কথা বলেন তিনি। ছবি: সংগৃহীত
-
নিজের তদারকিতে রান্না করান। খাবার, পানি, চিকিৎসা সব কিছু ঠিক মতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। ছবি: সংগৃহীত
-
দক্ষিণ ২৪ পরগোনার একাধিক এলাকার মানুষের পাশে থাকলেন সাংসদ মিমি। তার এই কাজের প্রশংসা করেছেন অনেকেই। ছবি: সংগৃহীত