ক্যান্সার জয়ের পরে যা বলেছেন তারকারা
চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এখন অনেকেই ক্যান্সার জয় করছেন। ফিরছেন সুস্থ ও স্বাভাবিক জীবনে। ক্যান্সার জয়ীদের মধ্যে বেশ কয়েকজন তারকাও রয়েছেন। জেনে নিন ক্যান্সার জয়ের পর এ তারকারা যা বলেছেন।
-
“ক্রিকেট আমার জীবন। ক্যান্সার হওয়ার আগে আমি ‘হ্যাপি গো লাকি’ ছিলাম। আমি ক্যারিয়ারের কথা ভাবতাম এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আমার ভাবনা সম্পূর্ণ বদলে গিয়েছে। আমি স্বাভাবিকভাবে খেতে পেরে এবং নিঃশ্বাস নিতে পেরে খুশি। জীবন ফিরে পেয়ে আমি খুশি।” ক্যান্সার জয়ের পর ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এমনটাই বলেছেন। যিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছেন। ছবি: সংগৃহীত
-
‘আমার জীবনে উপহার হিসেবে এসেছে ক্যান্সার। আমার দৃষ্টিভঙ্গি ধারালো হয়েছে, মন পরিষ্কার হয়েছে, চিন্তা-ভাবনা বদলে গিয়েছে। আমি আবেগ, রাগ, উদ্বেগকে শান্তভাবে ব্যক্ত করতে পারছি।’ ক্যান্সারজয়ী অভিনেত্রী মণীষা কৈরালা বলেছেন এমন কথা। ছবি: সংগৃহীত
-
‘কীভাবে অভিজ্ঞতা আমাদের বদলে দেয়, সেটা এক কথায় বলা যাবে না। সব পরিবর্তন দেখা যায় না। আমি শিখেছি, কখনো ক্যান্সার যাতে আমাকে আটকে রাখতে না পারে, সেটা দেখতে হবে। আমি সেজেগুজে থাকব।’ ক্যান্সার জয়ে গল্প বলতে গিয়ে এমনটাই বলেছেন ক্যান্সারজয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ছবি: সংগৃহীত
-
‘ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম পদক্ষেপ হলো, হাসিখুশি থাকতে হবে। আমি অনুভব করেছি, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে গেলে ৫০ শতাংশ নির্ভর করতে হবে চিকিৎসার উপর এবং বাকি ৫০ শতাংশ ইচ্ছাশক্তির উপর নির্ভর করে।’ এমনই বার্তা দিলেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু। ছবি: সংগৃহীত
-
‘ক্যান্সার আমাকে দেখিয়ে দিয়েছে, পরিবার কী। এর মাধ্যমে আমি ভালোবাসার কথা জানতে পেরেছি, যে বিষয়ে এর আগে আমার কোনো ধারণাই ছিল না।’ এমনটাই বলেছেন মার্কিন অভিনেতা মাইকেল ডগলাস। ছবি: সংগৃহীত