২০২০ সালের বলিউডের সেরা ৬ সিনেমা
চলতি বছর প্রায় পুরোটাই ছিল করোনার প্রকোপ। মহামারির এই সময়েও থেমে থাকেনি বলিউডের ছবি মুক্তির কার্যক্রম। জেনে নিন ২০২০ সালের বলিউডের সেরা ৬ সিনেমার তালিকা।
-
দিল বেচারা: এটি সুশান্ত সিংহ রাজপুতের অভিনীত শেষ সিনেমা। ডিজনি প্লাস হটস্টারে ২৪ জুলাই মুক্তি পেয়েছিল এই ছবিটি। জন গ্রিনের বই ‘ফল্ট ইন আওয়ার স্টারস’-র গল্প ও একই নামের ইংরেজি সিনেমার অনুসরণে তৈরি হওয়া সিনেমাটি ৭.৯ রেটিং পেয়েছিল আইএমডিবিতে। ছবি: সংগৃহীত
-
চিন্টু কা বার্থডে: বিনয় পাঠক অভিনীত এই সিনেমাটি ছিল দর্শকের জন্য একেবারে সারপ্রাইজ প্যাকেজ। সাধারণ এক মানুষ কীভাবে অসাধারণ পরিস্থিতির মধ্যে দিয়ে যান, মজার মোড়কে সেই গল্পই দেখানো হয়েছে। ইরাকে আটকে পড়া ছয় বছরের চিন্টুর এই গল্প ৭.৮ রেটিং পেয়েছে। ছবি: সংগৃহীত
-
লুডো: দুরন্ত গল্পের মিশ্রণ ও সেরামানের অভিনয়ে দারুণভাবে প্রশংসিত হয়েছে লুডো ছবিটি। অনুরাগ বসুর এই ছবি নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল চলতি বছর ১৯ অক্টোবর। পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রয় কাপুরের মতো অভিনেতার নিয়ে তৈরি সিনেমাটি ৭.৭ রেটিং পেয়েছে। ছবি: সংগৃহীত
-
লুটকেস: কুণাল খেমু ও রাসিকা দুগালের অভিনীত এই কমেডি থ্রিলারটি জুলাই মাসে রিলিজ হয়েছিল ডিজনি প্লাস হটস্টারে। কুণালের অভিনীত চরিত্র নন্দু টাকা ভর্তি এক সুটকেস খুঁজে পান, তা নিয়ে আবর্তিত হয়েছে মজার এই ছবিটি। ছবিটির রেটিং ৭.৬। ছবি: সংগৃহীত
-
তানহাজি: অজয় দেবগণের অভিনীত তানহাজি, দ্য আনসাং ওয়ারিয়র চলতি বছরের অন্যতম হিট সিনেমা এটি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে তানহাজি মালুসারের সাম্রাজ্য পুর্নদখলের জন্য ঐতিহাসিক লড়াই দেখানো হয়েছে যেখানে। সাইফ আলি খানও রয়েছেন সিনেমাটিতে। ৭.৬ রেটিং পেয়েছিল সিনেমাটি। ছবি: সংগৃহীত
-
আংরেজি মিডিয়াম: এটি ইরফান খান অভিনীত শেষ ছবি। ১৩ মার্চ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল এই ছবি। ২০১৭ সালের হিন্দি মিডিয়াম ছবির সিকুয়েল এটি। সাধারণ এক মধ্যবিত্তের অনেক প্রতিবন্ধকতার মধ্যেও মেয়েকে লন্ডনের স্কুলে পড়ানোর স্বপ্নপূরণের গল্প মজার মোড়কে দেখানো হয় যেখানে। যা ৭.৩ রেটিং পেয়েছে। ছবি: সংগৃহীত