২০২০ সালে যেসব বলিউড তারকাদের হারিয়েছি
চলতি বছর বলিউড হারিয়েছে বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। জেনে নিন হারানো তারকাদের সম্পর্কে।
-
প্রতিভাবান অভিনেতা ইরফান খান গত ২৯ এপ্রিল মারা যান। ২০১৮ সাল থেকে তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন। তার মস্তিষ্কে নিউরো-এন্ডোক্রাইন টিউমার হয়েছিল। পরে, তিনি কোলন সংক্রমণে মারা যান।
-
ইরফানের মৃত্যুর একদিন পরই মারা যান প্রবীণ অভিনেতা ঋষি কাপুর। প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ তারিখ তিনি মারা যান।
-
‘রেডি’ ছবির অভিনেতা মোহিত ভাগেল ২৩ মে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
-
বিখ্যাত সাজিদ-ওয়াজিদ জুটির অন্যতম সংগীত পরিচালক ওয়াজিদ খান ১ জুন মারা যান। করোনা সংক্রমণের ফলে তার কিডনিতে প্রভাব পড়ে। মাত্র ৪২ বছর বয়সে তিনি মারা যান।
-
গত ৪ জুন ‘বাতোঁ বাতোঁ মে’ পরিচালক বাসু চট্টোপাধ্যায় মারা যান। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ৯৩ বছরের পরিচালক।
-
গত ১৪ জুন বাসভবন থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ। ৩৪ বছরের অভিনেতার মৃত্যু তদন্ত এখনও চালাচ্ছে তিন কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি ও এনসিবি।
-
বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক সরোজ খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত ৩ জুলাই। বয়স হয়েছিল ৭১ বছর। ৪০ বছরের বেশি সময় ধরে তিনি বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। ৩ হাজারের বেশি গানে নৃত্য পরিচালনা করেছেন তিনি।
-
নন্দিত কমেডিয়ান জগদীপ মারা যান গত ৮ জুলাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ৮১ বছরের প্রবীণ অভিনেতা।
-
গত ৫ অগাস্ট ‘হাসি তো ফাঁসি’ অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুম্বাইয়ে তার বাসভবন থেকে।
-
গত ১৭ অগাস্ট লিভার সিরোসিসে হায়দরাবাদের একটি হাসপাতালে মারা যান ‘দৃশ্যম’ পরিচালক নিশিকান্ত কামাত।
-
গত ২৫ সেপ্টেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে করোনা-সম্পর্কিত জটিলতার কারণে মারা যান জনপ্রিয় গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম।
-
‘মেহন্দি’ অভিনেতা ফরাজ খান গত ৪ নভেম্বর মারা যান। তার বয়স হয়েছিল ৫০। বুকে সংক্রমণের ফলে তার স্নায়ুজনিত সমস্যায় জর্জরিত ছিলেন তিনি।
-
১২ নভেম্বর হিমাচল প্রদেশের ম্যাকলিয়ডগঞ্জের বাসভবন থেকে উদ্ধার হয় ‘পাতাললোক’ অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন।