কে হলেন মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া?
এবারের মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া হলেন ভারতীয় বংশোদ্ভূত মারিয়া থাটিল। জেনে নিন মারিয়া সম্পর্কে।
-
ভারতীয় বংশোদ্ভূত তরুণীর মাথায় শোভা পেলো অস্ট্রেলিয়ার তাজ। সম্প্রতি ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ হলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী মারিয়া থাটিল।
-
গত ২৮ অক্টোবর মেলবোর্নের পাঁচতারা হোটেল সোফিটেল মেলবোর্ন অন কলিন্সে এই প্রথম ভার্চুয়ালি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতা হয়। মহামারির কারণেই এই ব্যবস্থা।
-
মোট ২৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন ওই প্রতিযোগিতায়। তাদের মধ্যে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়ার মুকুট ছিনিয়ে নেন মারিয়া।
-
ভার্চুয়াল ইভেন্টের শেষে মারিয়াকে মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ প্রিয়া সেরাও। ঘটনাচক্রে, প্রাক্তন ওই মিস ইউনিভার্স অস্ট্রেলিয়াও ভারতীয় বংশোদ্ভূত।
-
২৭ বছরের মারিয়া একজন মেক-আপ শিল্পী। ফেসবুক, ইনস্টাগ্রামে তিনি মেক-আপ সম্পর্কে নানা তথ্য শেয়ার করেন। তার একটি ইউটিউব চ্যানেলও আছে। তাতে লাইফস্টাইল এবং মেক-আপের নানা ভিডিও শেয়ার করেন তিনি।
-
মেলবোর্নেই জন্ম এবং বড় হওয়া মারিয়ার। ন’য়ের দশকে তার মা-বাবা ভারত ছেড়ে মেলবোর্নে চলে যান। তারপর থেকে সেখানেই থাকতে শুরু করেন তারা।
-
মারিয়ার বাবার জন্ম ভারতের কেরালায়। মায়ের কলকাতায়। কেরালয় এখনও তার বাবার তরফে অনেক আত্মীয়স্বজন থাকেন। কিন্তু মায়ের তরফে প্রায় কেউই আর ভারতে নেই। কর্মসূত্রে সকলেই এখন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে থাকেন।
-
সে কারণে ২০০১ সালে একবার বাবার সঙ্গে কেরলে গেলেও কলকাতায় কখনো আসা হয়নি তার।
-
ভারত এবং অস্ট্রেলিয়া দুই সংস্কৃতিতেই বড় হয়েছেন মারিয়া। বাড়িতে মা-বাবার থেকে ভারতীয় সংস্কৃতি শিখেছেন। স্কুল-কলেজ এবং বন্ধুদের থেকে শিখে নিয়েছেন সে দেশের সংস্কৃতিও।
-
এই দুই সংস্কৃতিকে বয়ে নিয়ে যেতে প্রথম প্রথম একটু অসুবিধাই হত মারিয়ার। ছোটবেলায় অনেক চেষ্টাও করেছেন শুধুমাত্র অস্ট্রেলিয়ার নাগরিক হিসাবেই নিজের পরিচিতি গড়ে তুলতে। কিন্তু সেটা সম্ভব হয়নি।
-
বড় হওয়ার সঙ্গে সঙ্গে মারিয়ার উপলব্ধি, তার মধ্যে দুই দেশের সংস্কৃতিই মিশে আছে। আর সেটাই তার পরিচয়। এই পরিচয়েই এখন গর্বিত মারিয়া।