বলিউডের যেসব তারকা সারাবছর নিরামিষ খান
বলিউডের বেশ কয়েকজন তারকা সারাবছরই নিরামিষ খাবার খান। কেন তারা নিরামিষ ভোজী এবং এই তালিকায় কে কে আছেন জেনে নিন সে সম্পর্কে।
-
শহিদ কাপুর: দীর্ঘ দিন ধরেই নিরামিষাশী শহিদ কাপুর। পশু অধিকার নিয়ে কাজ করা সংস্থা পেটার বেশ কিছু প্রচারের মুখপাত্রও শাহিদ। পেটা তাকে এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় নিরামিষাশীর তকমা দিয়েছিল ২০১১ সালে। প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর খানকেও না কি ভেজিটেরিয়ান ডায়েটে উৎসাহিত করেছিলেন শহিদ।
-
কারিনা কাপুর: পাঞ্জাবি পরিবারে সাধারণত বাঙালিদের মতোই মাছ, মাংস মাস্ট। তবে বেবো আমিষ খাওয়া ছেড়েছেন বেশ কিছু বছর আগে। স্বাস্থ্য সচেতন কারিনা সুস্থ থাকতেই প্রাণীজ প্রোটিন খাওয়া ছেড়েছিলেন। তবে নিরামিষাশী হলেও তিনি কিন্তু রীতিমতো খাদ্যরসিক। ঘি-ভাত, রুটি-ডাল, সিঙ্গারা, কচুরি কিছুই বাদ রাখেন না খেতে।
-
আলিয়া ভাট: বাবা মহেশ ভাটের ইচ্ছেতেই না কি আমিষ খাওয়া ছেড়েছিলেন আলিয়া। ২০১৭ সাল থেকে নিরামিষ খান ‘কলঙ্ক’ তারকা। গরম কালে সুস্থ থাকতে, হালকা খেতে প্রথম নিরামিষ ডায়েটে অভ্যস্ত হয়েছিলেন। সেই অভ্যেস আর ছেড়ে যায়নি আলিয়াকে।
-
অনুশকা শর্মা: এমনিতেই পশুপাখি খুব ভালোবাসেন অনুশকা। পেটা-র প্রচারে একাধিক বার দেখা গিয়েছে বিরাট-ঘরণীকে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচার এটাই সব চেয়ে ভালো উপায় বলে মনে করেন ‘পিকে’ -র অভিনেত্রী। তবে অনুশকা কিন্তু মেনে চলেন ভেগান ডায়েট।
-
সোনাক্ষী সিনহা: ‘লুটেরা’ অভিনেত্রী নিরামিষাশী হয়েছেন সম্প্রতি। মূলত প্রাণীহত্যা অপছন্দ, তাই এই ডায়েট বর্জন করে নিরামিষ আহারে অভ্যস্ত হয়েছেন। নতুন খাদ্যাভ্যাসের পর বেশ খানিকটা ওজনও ঝরিয়েছেন শত্রুঘ্ন-কন্যা।
-
অমিতাভ বচ্চন: বিগ বি না কি প্রথম জীবনে ঘোরতর আমিষাশী ছিলেন। ‘কুলি’-র সেটে শ্যুটিং এর সময় বড় দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল তাকে। দীর্ঘ সময় অসুস্থ থাকার পর তিনি সেটে ফেরেন। শুরু হয় দ্বিতীয় পর্যায়ের ফিল্মি ক্যারিয়ার। শোনা যায় সেই সময় থেকেই না কি পুরোপুরি নিরামিষাশী ডায়েটে অভ্যস্ত হয়ে পড়েন তিনি।