সুশান্তকে কী বিষ দেয়া হয়েছিল? ভিসেরা রিপোর্ট যা বলছে
বলিউডের জনপ্রিয় নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে এখনও চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। জানাগেছে, তার মৃত্যুর ভিসেরা রিপোর্ট কী এসেছে।
-
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কীভাবে হয়েছিল? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা দেশবাসী! গত ১৪ জুন দেহ উদ্ধারের পর মুম্বাইয়ের কুপার হাসপাতালের মর্গেই সুশান্তের ময়নাতদন্ত হয়। ১৫ জুন কুপার হাসপাতালের ৫ চিকিৎসকের একটি টিম জানান, অ্যাসফ্যাক্সিয়া অর্থাৎ বেশিক্ষণ ঝুলন্ত অবস্থায় থাকার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু পুলিশের এমন দাবি মেনে নেননি সুশান্তের পরিবার, অনুরাগীরা। বারবার সামনে এসেছে একাধিক অসঙ্গতি।
-
সুশান্তের পরিবার ও অনুরাগীরা সন্দেহ প্রকাশ করেছিলেন, বিষপ্রয়োগ করে খুন করা হয়েছে অভিনেতাকে। সত্যিই কি তাই ? সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পর সুশান্তের ভিসেরা রিপোর্ট পরীক্ষা করে মৃত্যুর কারণ নির্ধারণের দায়িত্ব দেয়া হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস AIIMS-এর বিশেষজ্ঞ দলকে।
-
সূত্রের খবর, সম্প্রতি সিবিআইকে ভিসেরা পরীক্ষার রিপোর্ট জমা দিয়েছে AIIMS সেখানে সাফ জানানো হয়েছে, অভিনেতার উপর বিষপ্রয়োগের কোনো প্রমাণ মেলেনি। বিষ প্রয়োগের প্রমাণ না মেলায় আপাতত আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগটিই খতিয়ে দেখছেন সিবিআই।
-
তবে একইসঙ্গে এটাও উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর AIIMS-এর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সুশান্তের ভিসেরা ঠিকভাবে সংরক্ষণই করা হয়নি। ভিসেরা অর্থাৎ মৃতের লিভার, প্যাংক্রিয়াস ও ইনটেস্টিন, ময়নাতদন্তের পর যা একটি বোতলে করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরবর্তীতে তা পাঠানো হয় ফরেনসিক ল্যাবে।
-
২০ সেপ্টেম্বর AIIMS-এর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন AIIMS-এর ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগে যে নমুনা জমা দেয়া হয়েছিল তা পরিমাণে অত্যন্ত কম এবং নমুনা ক্রমশ হ্রাস পাচ্ছে! নমুনা এতটাই হ্রাস পেয়েছে যে কেমিক্যাল ও টক্সিকোলজিক্যাল অ্যানালিসিস করা অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে! তারা এও জানান, মুম্বাইয়ের ফরেন্সিক দল মৃত অভিনেতার ৭৫ শতাংশ ভিসেরা ব্যবহার করেছিল। কিন্তু তারপর বাকি ২৫ শতাংশ সঠিকভাবে সংরক্ষণ করে রাখা হয়নি!