সুশান্তের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ কি বিকৃত করা হয়েছে?
জেরা শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ মুম্বাই পৌঁছেছে সিবিআই-এর ১০ সদস্যের একটি তদন্তকারী দল। মুম্বাই পৌঁছেই তৎপর তারা। শুক্রবার সকাল থেকেই পুরোদমে সুশান্তের মৃত্যু তদন্তে নেমে পড়েছে পুলিশ সুপার নূপুর প্রসাদের নেতৃত্বাধীন ঈইও-এর ওই দল।
-
১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে এবং পরে ঠিক কী কী ঘটেছিল, সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য সুশান্তের পরিচারক, রাঁধুনিকে একে একে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
-
মুম্বাই পুলিশের থেকে সুশান্ত মামলার প্রয়োজনীয় সমস্ত নথি, তথ্য, রিপোর্ট, সুশান্তের ফোন, ল্যাপটপ, সিমকার্ড সবই নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। শুধু তাই নয়, তদন্তের প্রয়োজনে বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের মৃত্যুর দৃশ্য ফের পুনর্নিমাণ করা হতে পারে বলেও খবর।
-
সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৪ জুন সুশান্তের মৃত্যুর দিন ঠিক কী কী ঘটেছিল সেখানে, তা খতিয়ে দেখা হবে ।
-
পাশাপাশি, ওি সিসিটিভি ফুটেজ কোনো রকম বিকৃত করা বা মুছে ফেলা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখবে সিবিআই।
-
তাই ১৪ জুনের বান্দ্রার ফ্ল্যাটের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিজেদের হেফাজতে তারা নিয়েছে বলে খবর।