সূর্য কাছ থেকে দেখতে কেমন?
সবচেয়ে কাছ থেকে কেমন দেখায় সূর্যকে। এর ছবি পাঠালো সৌর অরবিটার। দেখুন সূর্যের কাছ থেকে তোলা ছবি।
-
সূর্যের সবচেয়ে কাছের একাধিক ক্লোজআপ ছবি পাঠাল সৌর অরবিটার। নাসা (NASA) ও ইউরোপীয় স্পেস এজেন্সি (ESA)-র তৈরি সৌর অরবিটার (Solar Orbiter)। ছবি: এএফপি
-
১৬ জুলাই ওই অরবিটার সূর্যের সবথেকে কাছাকাছি পৌঁছে যায়। আর এই দিনটির জন্য অনেক আগে থেকেই কাউন্টডাউন শুরু করে দিয়েছিলেন নাসা ও ইএসএ’র মহাকাশ বিজ্ঞানীরা। ছবি: এএফপি
-
একটি অনলাইন প্রেস ব্রিফিংয়ের সময়, নাসা ও ইএসএ’র সৌর অরবিটারের তোলা ছবিগুলো রিলিজ করা হয় সর্বসাধারণের জন্য। এই সোলার অরবিটার হল সান-অবজার্ভিং স্যাটেলাইট। ছবি: এএফপি
-
৯ ফেব্রুয়ারি নাসা এবং ইএসএ-র যৌথ উদ্যোগে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল প্রথম সৌর অরবিটার। তখনই ঘোষণা করা হয়েছিল যে এই মহাকাশযান সূর্যের মেরুগুলোর ছবি তুলে পৃথিবীতে পাঠাবে। ছবি: এএফপি
-
সূর্য থেকে সোলার অরবিটারের দূরত্ব হবে সাড়ে সাত কোটি কিলোমিটারের কিছু বেশি। পরের পর্যায়ে দূরত্ব আরও কমিয়ে চার কোটি কিলোমিটারেও পৌঁছতে পারে সোলার অরবিটার। ছবি: এএফপি
-
সূর্যের এই আশ্চর্যজনক ছবিগুলো সূর্যের বায়ুমÐলীয় স্তর নিয়ে জানতে সাহায্য করবে বিজ্ঞানীদের।
-
ইউরোপিয়ান স্পেস এজেন্সির ১২ সদস্য যথা অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, পোলান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেনের বিজ্ঞানীরা রয়েছেন সোলার অরবিটার মিশনের গবেষণা ও ইঞ্জিনিয়ারিং বিভাগে। ছবি: এএফপি
-
সূর্যের এত কাছে যাওয়ার সাহস এর আগে কেউ দেখায়নি। এক বিরল দৃশ্যের সাক্ষী হল বিশ্ব।
-
ইএসএ’র সৌর অরবিটার প্রকল্পের বিজ্ঞানী ড্যানিয়েল মুলার জানিয়েছেন, ‘আমরা এত তাড়াতাড়ি এত ভালো ফল পাব, আশা করতে পারিনি’। ছবি: এএফপি