লকডাউনে যে শিল্পী ফুটপাতের ব্যবসায় সংসার চালাচ্ছেন
করোনা কালের লকডাউন বিশ্বের নানা প্রান্তের মানুষের জীবন পাতায় লেখা হয়ে অজস্র বেদনার গল্প। প্রায় সব অঙ্গনের মানুষই এর কারণে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার জেনে নিন জনপ্রিয় এই শিল্পীর জীবন সংসারের গল্প।
-
এই শিল্পীর নাম নিলিশা বসাক। জন্ম ভারতে। বয়স ২৪ বছর। স্নাতক পাশ করে সংগীতকে পেশা হিসেবে নিয়েছে। কলকাতা ও জেলার বিভিন্ন মেলা, জলসা, সেমিনারে গান গাইয়ের জগতে নিলিশা বেশ পরিচিত নাম।
-
বিশেষত দোল, রথ বা পুজোয় পাড়ার জলসায় সে কলকাতার অন্যতম ব্যস্ত শিল্পী। তবে জীবন বদলে যায় ২০২০র মার্চ থেকে। বন্ধ হয়ে যায় পেশা। লক ডাউনে চলে যায় এই শহর, রাজ্য ও দেশ। জুন থেকে ধাপে ধাপে আনলক হয়েছে দেশ। কন্টেনমেন্ট জোন ছাড়া অন্যত্র স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করবে আম জনতার জনজীবন।
-
নিলিশার জীবন পাল্টায়নি। কারণ, সে যে পেশার সঙ্গে যুক্ত, সেই পেশার প্রথম শর্ত জন সমাগম। তাই সংসার চালাতে ফুটপাতে বসেছে নিলিশা। সামনে দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুটের সমাহার। দুই দাদার সহযোগিতায়, নিজের ব্যাংকে থাকা সঞ্চয় ভাঙিয়ে নিলিশা এখন পুরোদস্তুর দোকানদার।
-
প্রতিদিন সকাল ৬টায় হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশে ফুটপাতে নিজের বিকল্প পেশার ডালা খুলে বসে নিলিশা। ব্রতী হয় নতুন এক জীবন সংগ্রামে।
-
যতদিন করোনার প্রকোপ না কাটছে, যতদিন না ফেরা যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দে, ততদিন এটাই পেশা। তাই আপাতত পাল্টে যাওয়া জীবনে দোকানদার হিসেবে সকাল বিকেলের অচেনা ব্যাস্ততা নিলিশার জীবনে।