সুশান্তের মৃত্যুতেও করণের সঙ্গ ছাড়বেন না তারা
সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর পর বলিডডের বহু রথী-মহীরথীর গায়েই স্বজনপোষণের দাগ লেগেছে। সে তালিকায় রয়েছেন প্রযোজক-পরিচালক করণ জোহরের নামও। তা সত্ত্বেও বলিউডের বহু তারকাই কর্ণকে নিজের মেন্টর বলে মনে করেন। কর্ণের ঘনিষ্ঠ মহলের বলে পরিচিত এই তারকাদের অনেকেই তার জন্য বলিউডে জায়গা করে নিয়েছেন বলেও শোনা যায়।
-
কর্ণের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ খান। ইন্ডাস্ট্রির বেতাজ বাদশার সঙ্গে বড় পর্দায় কর্ণের জুটি বাঁধার শুরুটা হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্ম দিয়ে। ১৯৯৮ সালে করণে ওই ফিল্ম মুক্তি পাওয়ার আগেই অবশ্য তাদের বন্ধুত্বের যাত্রা শুরু।
-
আদিত্য চোপড়ার ফিল্ম ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সময় থেকেই নাকি করণ জোহর আর শাহরুখ খানের বন্ধুত্ব জোরদার হয়। ওই ফিল্মে কর্ণ ছিলেন আদিত্যর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সে সময় কর্ণ নাকি শাহরুখকে কথা দিয়েছিলেন, নিজের ডেবিউ ফিল্মে তাকেই হিরো করবেন। সে কথা রেখেও ছিলেন কর্ণ। তার ডেবিউ ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে হিরোর রোলে দেখা গিয়েছিল শাহরুখকে।
-
শাহরুখের পর কর্ণের কাছের মানুষদের মধ্যে নাম আসতে পারে কারিনা কাপুর খানের। কারিনা আর করণের বন্ধুত্ব হবে না-ই বা কেন? দু’জনেই নাকি বেজায় গসিপ করতে ভালবাসেন। হ্যাঁ! কারিনার কাছে নাকি বলিউডের সমস্ত গসিপ আগে পৌঁছায়। আর কর্ণের সঙ্গে তার জমজমাট দোস্তির কথাটাও তো অজানা নয় কারও।
-
কারিনা যে কর্ণের কাছের মানুষ, তা বেশ বোঝা গিয়েছিল একবার। ২০০১ সালে তার মাল্টিস্টারার ফিল্ম ‘কভি খুশি কভি গম’-এ লিড রোলে ছিলেন কারিনা। অথচ সে সময় কারিনার ফিল্মি বাজার ততটা ভাল ছিল না। তা সত্ত্বেও অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো সুপারস্টারদের সঙ্গে দেখা গিয়েছিল তাকে। অনেকে বলেন, ওই ফিল্মের পরই নাকি করিনার ক্যারিয়ারে চমক লাগে।
-
করণের কাছের মানুষদের মধ্যে শাহরুখ-কারিনাদের পাশে অনায়াসে আরও এক জনের নাম জুড়তে পারে। তিনি হলেন বরুণ ধাওয়ান। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করা বরুণ আসলে ডিরেক্টর হতে চেয়েছিলেন। হবেন না-ই বা কেন? বাবা ডেভিড ধাওয়ান বা ভাই রোহিত— দু’জনেই পরিচালক। তা ছাড়া, করণের ফিল্ম ‘মাই নেম ইজ খান’-এ তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন বরুণ। তবে করণই নাকি বরুণকে অভিনয়ের পরামর্শ দেন। তাকে নিজের ফিল্ম ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ একেবারে হিরোর রোলে নিয়ে আসেন করণ। এরপর ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ হোক বা ‘কলঙ্ক’- করণের ফিল্মে বার বার দেখা গিয়েছে বরুণকে।
-
অনেকে বলেন, করণকে আসলে নিজের গুরু মনে করেন বরুণ। গুরুপূর্ণিমার দিন করণের পায়ে হাত দিয়ে বরুণের প্রণাম করার ছবি তো একবার ভাইরালও হয়েছিল। এ-ও শোনা যায়, করণের কথামতোই নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বরুণ।
-
বরুণরা ছাড়াও মনীশ মলহোত্রের মতো ফ্যাশন ডিজাইনারও কর্ণের ক্লোজ সার্কলের মধ্যে রয়েছেন। নামজাদা ফ্যাশন ডিজাইনার নন, বরং অভিনয় ও মডেলিংয়ের জন্য বলিউডে পা রেখেছিলেন মনীশ। তবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র সময় শাহরুখের পাশাপাশি তার সঙ্গেও বন্ডিং তৈরি হয়েছিল করণের।
-
করণ জোহরের বন্ধু হওয়ার লাভও পেয়েছেন মনীশ মলহোত্র। ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে তাকেই ফিল্মের কস্টিউম ডিজাইন করার দায়িত্ব দেন কর্ণ। এরপর থেকে নিজের বহু ফিল্মে ওই রোলে বার বারই দেখা গিয়েছে মনীশকে। এমনকি কর্ণের পার্টি হোক বা কোনো ইভেন্ট- সব কিছুতেই নজরে পড়ে মনীশ মলহোত্রর উপস্থিতি।
-
ইন্ডাস্ট্রির উঠতি তারকাদের বেশ ঘনিষ্ঠ কর্ণ। ভিকি কৌশলকে দেখুন! ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর ভিকিকে ‘লবসব তে চিকেন খুরানা’ বা ‘বম্বে ভেলভেট’-এ দেখা গিয়েছে ছোটখাটো রোলে। সেখান থেকে এই মুহূর্তে বলিউডের নজরকাড়া অভিনেতাদের মধ্যে থাকা নাকি ভিকিকে নাকি কাছে টেনে নেন করণই।
-
২০১৫ সালে ‘মশান’ করার পর থেকেই ভিকি কৌশলের বাজারদর চড়া হতে শুরু করে। সে সময়ই নাকি করণের নজরে পড়েন ভিকি। এরপর কর্ণের পার্টিতে নিয়মিত যাতায়াত শুরু হয় তার। এখন তো করণের ঘনিষ্ঠদের মধ্যে একজন হলেন ভিকি। না হলে কর্ণের কথায় ‘ভূত’-এর মতো ফিল্ম করতে রাজি হয়ে যান তিনি! প্রশ্ন অনেকের। তিনি এর প্রতিদানও পেয়েছেন বলে শোনা যায়। ‘তখ্ত’-এর মতো ফিল্মে নাকি ভিকির রোলও বাড়িয়ে আরও গুরুত্বপূর্ণ করা হচ্ছে। লাকি ভিকি!
-
বলিউডে আরও একজনকেও লাকি বলে ডাকা যেতে পারে। তিনি হলেন সিদ্ধার্থ মলহোত্র। সাকুল্যে ১২টা ফিল্ম রিলিজ করেছে তার। বক্স অফিসে সেগুলো যে সুপারডুপার হিট, তা বলা যাবে না। তা সত্ত্বেও বড় ব্যানারে দেখা যায় তাকে। নেপথ্যে যে কর্ণ জোহর, সে কথা বলেন নিন্দুকেরা।
-
নিন্দুকেরা আড়ালে যা-ই বলুন না কেন, সিদ্ধার্থ প্রকাশ্যেই কর্ণের গুনগান করেন। তাকে বডিউডে আনার পিছনে যে কর্ণের হাত রয়েছে, সে কথাও সরাসরি বলেন সিদ্ধার্থ।
-
কর্ণের কথা নাকি অক্ষরে অক্ষরে মেনে চলেন আলিয়া ভাট। কোনো প্রজেক্টে হাত দেয়ার আগে তার সঙ্গে পরামর্শ করেন। আর একবার তো আলিয়া প্রকাশ্যেই বলেছিলেন, কর্ণ তার কাছে বাবার মতো।
-
কর্ণের কথা শুনেই নাকি সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে ‘রাবতা’-য় কাজ করতে রাজি হননি আলিয়া। সে সময় ‘শুদ্ধি’ বলে করণের একটি ফিল্মে কাজ করার কথা ছিল তার। তবে সে ফিল্মটি দিনের আলো দেখেনি। তা সত্ত্বেও কর্ণের বহু ফিল্মেই বার বার দেখা গিয়েছে আলিয়াকে। সুশান্তের মৃত্যুর পর অনেকেরই প্রশ্ন, কর্ণের কাছের মানুষ হয়ে উঠতে পারলে কি এই পরিণতি হত তাঁর? উত্তরটা কোনও দিনই মিলবে না!