যে উপত্যকার কারণে চীন-ভারত সংঘাত

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২২ জুন ২০২০ আপডেট: ১২:২৯ পিএম, ২২ জুন ২০২০

সম্প্রতি দুই পরমাণু শক্তিধর দেশের (ভারত-চীন) সীমান্ত সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পূর্ব লাদাখের এই গলওয়ান উপত্যকা। ‘গলওয়ান’ শব্দের অর্থ ডাকাত। অর্থাৎ ডাকাতের উপত্যকা। ব্রিটিশ রাজত্বে ওই সব এলাকা লুঠেরাদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল। এই গলওয়ান নদী ও উপত্যকার রুক্ষ ভূগোলের সঙ্গেই জড়িয়ে রয়েছে ভিন্ন স্বাদের এক ইতিহাস।