করোনার মাঝেও যেভাবে নাটকের শুটিং হচ্ছে
করোনার লকডাউনের পর এখন সব কিছু স্বাভাবিক হতে শুরু হয়েছে। শুরু হয়ে নাটকের শুটিংও। ছবিতে দেখুন যেভাবে করোনার মাঝেও যেভাবে শুটিং হচ্ছে।
-
বৃহস্পতিবার থেকে ফের যেন সচল হল ভারতের টালি পাড়া। শুরু হল সিরিয়ালের শুটিং। প্রথম দিন থেকেই শুরু হল রাণী রাসমণির শুটং।
-
ইন্দ্রপুরী স্টুডিয়োতেই শুটিং হয় জনপ্রিয় এই ধারাবাহিকের। নির্দিষ্ট নয়ম মেনেই শ্যুটিং হচ্ছে বলে জানা যায়।
-
শুধু তাই নয়, শুটিংয়ের মাঝে শট শেষ হলে মাস্ক পরে অফ ক্যামেরায় দেখা মেলে দিতিপ্রিয়ার। এই পরিবেশ অন্য হলেও কাজে ফিরতে পেরে ভালো লাগছে বলে জানান রাসমণি-খ্যাত অভিনেত্রী।
-
দক্ষিণেশ্বরের মন্দিরে পূজো করার দৃশ্যে দেখা যায় রাণী রাসমনির অভিনেত্রী দিতিপ্রিয়াকে। তবে শুটিংয়ের সেট এক থাকলেও পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছে। শিল্পীরা যেমন অবসরে মাস্ক পরছেন টেকনিশিয়ানরা ব্যবহার করছেন ফেস শিল্ড। শুটিং ইউনিটে রাখা হয়েছে স্যানিটাইজারও।
-
ইন্দ্রপুরীর ভিতরে ঢোকার মুখে বসেছে হাত ধোয়ার বেসিন। নয়া সুরক্ষা বিধি মেনেই ওই হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে।
-
তবে বৃহস্পতিবার থেকে ফিকশন সিরিয়ালের কাজ শুরু হলেও নন ফিকশন শুরু হয়নি।
-
মেগা সিরিয়ালগুলো আগামি সপ্তাহ থেকেই শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
-
নন ফিকশনের ক্ষেত্রে এখনও ধোঁয়াশা রয়েছে বলে জানা গেছে।