যেভাবে এলাকার মানুষের খোঁজ নিচ্ছেন মিমি চক্রবর্তী
অভিনেত্রী মিমি চক্রবর্তী একজন সাংসদও। তাই সবাই যখন করোনায় ঘরবন্দি তখন ঘরে বসে নেই ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। ছবিতে দেখুন তিনি কিভাবে তার এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন।
-
ভারতের যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী মঙ্গলবার ঘুরে দেখলেন পাটুলি,গল্ফগ্রিন ও যাদবপুরের বিস্তীর্ণ এলাকা।
-
সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি পাশে দাঁড়ালেন যারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তাদের।
-
করোনা তো আছেই আমফানের প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি শহর কলকাতা। এখনো অনেক এলাকায় বিদ্যুৎ নেই।
-
ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে সাধারণ মানুষ। ক্ষোভ, বিক্ষোভের ছবি ধরা পড়েছ বারবার।
-
সাংসদ অভিনেতা মিমি চক্রবর্তীর অনুরোধ ‘আমাদের জন্য এই উত্তাপের মধ্যেও যারা নিরলসভাবে চব্বিশ ঘণ্টা কাজ করছেন তাদের জলের বোতল , বিস্কুট, মুড়ি, গ্লুকোজ পানি দিয়ে আপনি যদি পারেন তবে সাহায্য করুন '।
-
তিনি আরও বলেন ‘এটাই মানুষকে বলার যে আমাদের কাজ চলছে , এটা একটা ছোটখাটো দুর্যোগ হয়নি, তবু আমরা চেষ্টা করছি পরিস্থিতি ঠিক করবার জন্য’ ।
-
‘পাশে থাকুন একটু, ওই মানুষ গুলোকেও সাহায্য করুন যারা বিদ্যুৎ ঠিক করতে এবং গাছ কাটতে আসছেন’- বলেন মিমি।
-
'আপনাদের একটু সহযোগিতা পেলে ওরাও কাজটা তাড়াতাড়ি করবে , ওদের সঙ্গে কোনোরকম ঝামেলা করবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি।’ এমনই ছিল মিমির বার্তা।