বলিউডের জনপ্রিয় তারকাদের ক্যারিয়ারের প্রথম আয় কত ছিলো
বলিউডে বর্তমান অভিনেতা-অভিনেত্রীরা এক একটি চলচ্চিত্রের জন্য ভারতীয় মুদ্রার কয়েক কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু শুরুতে এদের প্রত্যেককে অনেক সংগ্রাম করতে হয়েছে। তাদের প্রথম উপার্জন কত ছিল তা জেনে নিন এবার।
-
অমিতাভ বচ্চন: বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন কর্মজীবন শুরু করেছিলেন একটি জাহাজ কোম্পানিতে। সেখানে মাসে তার বেতন ছিল ৫০০ রুপি।
-
সালমান খান: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমান খানের জীবনে প্রথম উপার্জন একটি স্টেজ শো থেকে। সেখানে নেচে তিনি পেয়েছিলেন ৭৫ রুপি।
-
ইরফান খান: বলিউড অভিনেতা ইরফান খান হলিউডেও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন। তবে এ পর্যন্ত আসতে তাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। তার প্রথম উপার্জন ছাত্র পড়ানোর মাধ্যমে, যেখানে তিনি পেতেন মাসে ২৫ রুপি।
-
কালকি কোচলিন: কালকি কোচলিন তার সাহসী চরিত্রের জন বলিউডে বেশ সুনাম অর্জন করেছেন। তার কর্মজীবনের শুরুটা একটি ক্যাফেতে ওয়েটার হিসেবে। সেখানে তিনি দিনে পেতেন ৪০ পাউন্ড।
-
ধর্মেন্দ্র: ধর্মেন্দ্র বলিউড ইতিহাসের অন্যতম সুদর্শন অভিনেতা। তার কর্মজীবনের শুরুটাও অভিনয় দিয়েই। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দিল ভি তেরা, হাম ভি তেরে’, যেখানে অভিনয় করে তিনি ৫১ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।
-
রণদীপ হুদা: রণদীপ হুদা’র কর্মজীবন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার এক রেস্তোরাঁয়। সেখানে ওয়েটার হিসেবে কাজ করে প্রতি ঘণ্টায় ৮ ডলার করে পেতেন তিনি।
-
শাহরুখ খান: বলিউডের বাদশাহ শাহরুখ খান বিশ্বের অন্যতম শীর্ষ আয়ের অভিনেতা। তার প্রথম উপার্জনেও রয়েছে নাটকীয়তা। ট্রেনে এক ব্যক্তির জন্য আসন সংরক্ষণ করে ৫০ রুপি পেয়েছিলেন তিনি।
-
সোনম কাপুর: অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরও বর্তমানে বলিউডে ভালো অবস্থান তৈরি করেছেন। তবে তার কাজের শুরুটা সহকারী পরিচালক হিসেবে। এজন্য প্রতি মাসে তার আয় ছিল ৩ হাজার রূপি।
-
ঋত্বিক রোশন: রাকেশ রওশনের ছেলে হিসেবে ছোটবেলা থেকেই বলিউডের সাথে ঋত্বিকের সম্পর্ক। সেই সুবাদে তার প্রথম অভিনয় শিশু শিল্পী হিসেবে এবং সেজন্য ১০০ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
-
আমির খান: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খানের কর্মজীবনের শুরুটা ছিল চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। একটি চলচ্চিত্রে কাজ করে সেজন্য ১ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
-
নাসিরউদ্দীন শাহ: ‘দাহ সংস্কার’ চলচ্চিত্রে একটি দৃশ্যে কেবল দাঁড়িয়েছিলেন তিনি। সেটাই তার প্রথম চলচ্চিত্র। আর ঐ দাঁড়িয়ে থাকার জন্য পেয়েছিলেন সাড়ে ৭ রুপি।
-
ইমরান হাশমি: বলিউড অভিনেতা ইমরান হামশির কর্মজীবনের শুরুটা বিজ্ঞাপনের মাধ্যমে। গুড নাইট মশার কয়েলের বিজ্ঞাপনে কাজ করে আড়াই হাজার রুপি আয় করেছিলেন তিনি।