বলিউডে যারা ইরফান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন
ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন বলিউড তারকা ইরফান খান। তাকে হারানোর শোকে কাতর পুরো বলিউডবাসী। জেনে নিন বলিউডের যারা তাকে হারানোর শোক জানিয়েছে।
-
ইরফান খানের মৃত্যুর খবরে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘এইমাত্র ইরফানের খবরটা পেলাম, খুবই মন খারাপ হয়ে গেলো। ভীষণই প্রতিভাবান অভিনেতা, সহকর্মী হিসাবেও অসাধারণ। গোটা বিশ্বের সিনেমা জগতে ওনার অসাধারণ অবদান। খুব তাড়াতাড়ি চলে গেলেন। এটা বড় শূন্যতা তৈরি হল। প্রার্থনা রইল।’
-
অজয় দেবগন লিখেছেন, ‘খুবই হৃদয় বিদারক একটা খবর। এটা ভারতীয় সিনেমার জগতের একটা বড় ক্ষতি। ওনার স্ত্রী ও দুই সন্তানের প্রতি সমবেদনা রইল। আত্মার শান্তি কামনা করি।’
-
অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, ‘আত্মার শান্তি কামনা করি। আপনি যে আমার প্রতি কতটা দয়ালু ছিলেন কী করে বোঝাবো, এমন একটা সময়ে যখন আমার আত্মবিশ্বাস ছিল না। আপনার পরিবারের প্রতি সমবেদনা ও ভালোবাসা রইল।’
-
শাবানা আজমি লিখেছেন, সকাল সকাল এই খবর শুনে মন খারাপ হয়ে গেল। খুব তাড়াতাড়ি চলে গেলেন। এত অসাধারণ একজন অভিনেতা। উনি ক্যানসারের সঙ্গে লড়াই জিতে ফিরেও এসেছিলেন। এটা একটা বড় ক্ষতি ওনা পরিবারের পাশাপাশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও। আত্মার শান্তি কামনা করি।
-
পরিচালক তথা ইরফান খানের কাছের বন্ধু সুজিত সরকার বলেন, ‘আমার কাছে বন্ধু, তুমি অনেক লড়াই করেছো। আমি তোমার জন্য গর্বিত। আমাদের আবার দেখা হবে। সুতপা ও বাবলির প্রতি সমবেদনা রইল। তোমরাও লড়াই করেছো। সুতপা তুমি এই লড়াইয়ে তোমার সবটুকু দিয়েছো। শান্তি কামনা করি। ইরফানকে স্যালুট জানাই।’
-
সঞ্জয় সুরি বলেন, ‘খুব খারাপ খবর, এত তাড়াতাড়ি চলে গেলেন...।’
-
অভিনেতা মাধবন লিখেছেন, মাত্র ৫৩ বছর বয়সে ইরফান খান মারা গেলেন। এর থেকে হৃদয়বিদারক খবর আর কী হবে পারে ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। ফিল্ম ইন্ডাস্ট্রি একজন অন্য ধরনের অভিনেতাকে হারালো। আমার চিরকাল ওনার অভাব অনুভব করবো। ওনি স্বর্গে গিয়েই আনন্দ দিন।
-
সঞ্জয় গুপ্তা লিখেছেন, ‘কিছু বলার জন্য আমার কাছে ভাষা নেই। আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর ওনার পরিবারকে শক্তি দিক।’
-
অনুপম খের লিখেছেন, এর থেকে খারাপ খবর বোধহয় আর হতে পারে না। আমার খুব কাছে একজন চলে গেল। অসাধরণ অভিনেতা, অসাধারণ মানুষ। দুঃখজনক একটা দিন। ওনার আত্মার শান্তি কামনা করি।
-
রবিনা ট্যান্ডন লিখেছেন, সহ অভিনেতা হিসাবে অসাধারণ, অসাধরণ মানুষ। তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা ওনাকে একটু বেশি আগেই হারিয়ে ফেললাম। বিশ্বাস হচ্ছে না ওম শান্তি।
-
জনি লিভার লিখেছেন, খুব খারাপ লাগছে। আমি তো লকডাউনের পর ওর সঙ্গে দেখা করতে যাব ভেবেছিলাম। উনি অসাধারণ একজন শিল্পী। ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল। ওনার আত্মার শান্তি কামনা করি।
-
ইরফান খানের মৃত্যুতে প্রযোজক বনি কাপুর বলেন, আমরা অসাধারণ একটা অভিনেতাকে হারালাম। যিনি শেষ পর্যন্ত লড়াই করেছিলেন। ইরফানকে সব সময় মনে থাকবে। ওর পরিবারের প্রতি সমবেদনা রইল।