হোলি খেলায় মেতেছে বলিউড
হোলির রঙের উৎসবে প্রতিবছরই মেতে উঠেন বলিউডের তারকারা। এবারেও তার ব্যত্য়য় ঘটেনি। দেখুন এ বছরের হোলি উৎসবে অংশ নেয়া বলিউড তারকাদের।
-
বলিউড তারকাদের কারো কারো হোলি পার্টি তো আবার ভীষণই জনপ্রিয়। সেই সব পার্টিতে যোগ দেয়ার জন্যই অপেক্ষা করে বসে থাকেন অন্যরা।
-
হোলির গান মানেই এখনও সেই ‘রং বরষে’। আর এই ফিল্মের যিনি হিরো ছিলেন, তার বাড়িতে ধুমধাম করে হোলি পালন হবে না, তা কি হতে পারে?
-
প্রতিবছর খুবই ধুমধাম করে হোলি পালন করা হয় বচ্চন পরিবারে। অনেক অতিথি আমন্ত্রিত থাকেন। খাওয়া-দাওয়া, হৈহুল্লোড় সব মিলিয়ে সারাদিন জমাটি আড্ডা হয়।
-
আগে প্রতি বছর বাড়িতে হোলি পার্টি দিতেন শাহরুখ এবং গৌরী। তবে গত ২-৩ বছর হল সেটা আর দেখা যাচ্ছে না। জানা যায়, জলের অপচয় কমানোর জন্যই নাকি তাদের এই উদ্যোগ।
-
গত প্রায় ৪০ বছর ধরে হোলি পালন করে আসছেন শাবানা আজমি এবং জাভেদ আখতার। এই প্রথাটা শুরু করেছিলেন শাবানা আজমির বাবা কাইফি আজমি। প্রতি বছরই এই জুটি ঢোলের তালে ডান্স ফ্লোর মাতিয়ে তোলেন।
-
প্রযোজক একতা কাপুরও প্রতিবছর ধুমধাম করে হোলি পালন করে থাকেন। তার পার্টিতে আমন্ত্রিত থাকেন বলিউডের ছোট-বড় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা। যাতে কেউই তার পার্টিতে এসে নিজেকে বঞ্চিত মনে না করেন বা কোনোভাবে বিরক্ত বা একঘেয়ে না লাগে, সে দিকে ভীষণ খেয়াল রাখেন তিনি।
-
রাজ কাপুরের আরকে স্টুডিও বিলাসবহুল হোলি পার্টির কথা কেউ ভুলতে পারে না। কাপুর পরিবারের এই হোলি পার্টি খোলা থাকত পুরো ইন্ডাস্ট্রির জন্য।
-
কাপুর পরিবার তো বটেই, বলি ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা-অভিনেত্রীরাই তাদের পরিবার নিয়ে এই দিনের পার্টিতে যোগ দিতেন। নিজে দাঁড়িয়ে থেকে পার্টির তত্ত্বাবধান করতেন রাজ কপুর।
-
কম যান না রণবীর সিংহও। ধুমধাম করে হোলি পালন করেন প্রতি বছর। রণবীর সিংহ-দীপিকা পাডুকোনের এটা বিয়ের দ্বিতীয় বছর। গত বছরের মতো এ বছরও তাই হোলি পালনে কোনও ফাঁক রাখবেন না তারা, আশা করাই যায়।