৮৫ বছর বয়সে বলিউডে যাত্রা করেছিলেন যে নারী
শুনলে হতবাক হবেন কেউ কেউ। আসলে হতবাক হওয়ার মতই। ৮৫ বছর বছর বয়সে এক বৃদ্ধা বলিউডে যাত্রা শুরু করেছিলেন। জেনে নিন তার সম্পর্কে।
-
পুষ্পা জোশীকে মনে আছে? বলিউডে যাত্রা করা প্রবীণতম অভিনেতা তিনি। ২৬ নভেম্বর বয়সজনিত কারণে মৃত্যু হল ৮৬ বছরের এই অভিনেতার।
-
ফিল্মে আম্মাজি হয়েছিলেন তিনি। তাউজির বৃদ্ধা মা। চোখে ভালো দেখতে পান না। চলাফেরাও খুব একটা করতে পারেন না। সারাদিন হয় নিজের ঘরে, নয় তো দোলায় বসে থাকতেন।
-
ফিল্মে আম্মাজি হয়েছিলেন তিনি। তাউজির বৃদ্ধা মা। চোখে ভাল দেখতে পান না। চলাফেরাও খুব একটা করতে পারেন না। সারাদিন হয় নিজের ঘরে, নয় তো দোলায় বসে থাকতেন।
-
সেই আম্মাজির সরল কথাতেই আয়কর অফিসার অময় পট্টনায়েক (অজয় দেবগণ) বুঝতে পেরেছিলেন, তাউজির ঘরে কোথায় কোথায় লুকনো রয়েছে অবৈধ সম্পদ। কখনো উঠানের সিঁড়ি ভেঙে, বাগানে গর্ত ঘুঁড়ে, ঘরের সিলিং ফুঁড়ে, পিলার ভেঙে সেই সব সম্পদ উদ্ধার করেছিলেন অফিসাররা।
-
এই ফিল্মেই আম্মাজি পুপ্পা জোশী ৮৫ বছর বয়সে প্রথম অভিনয় করেন। তার অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা।
-
তার আগে অবশ্য একটি শর্ট ফিল্ম ‘জায়কা’-তেও তিনি অভিনয় করেছিলেন। জীবনে এই দুটো ফিল্মই তিনি করেছেন।
-
সম্প্রতি ফেভিকুইকের একটি বিজ্ঞাপন নিশ্চয় চোখে পড়েছে। সেই ‘কাবারিবালি দাদি’, যিনি ফেলে দেয়া ভাঙা সানগ্লাস, কানের দুল সব কুড়িয়ে নিয়ে জুড়ে হাজির হন বাড়িতে। আর তাকে দেখে বিস্মিত হয়ে যায় একটি মেয়ে!
-
সেই ‘কাবারিবালি দাদি’ই পুষ্পা জোশী। জব্বলপুরে জন্ম তার। মাত্র ১৪ বছর বয়সে মধ্যপ্রদেশের হরদা জেলার এক তহশিলদারের সঙ্গে বিয়ে হয় তার। তারপর পুরোপুরি সংসারেই মনোনিবেশ করেন তিনি।
-
তবে ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ ছিল। নাটক এবং সংগীত জোশী পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল।
-
তার ছেলে রবীন্দ্র একজন থিয়েটার অভিনেতা আর নাতি আভাস গান-বাজনা নিয়ে থাকেন। তার একটি গানের ব্যান্ডও রয়েছে।
-
পরিবারের সাহায্যেই পুষ্পা দেবী যৌবনে থিয়েটারে টুকটাক অভিনয় করেছেন। সেই সূত্রেই তিনি ‘জায়কা’ নামে ওই শর্ট ফিল্মে অভিনয়ের সুযোগ পান। আর ‘জায়কা’তে তার অভিনয় দেখেই তাকে পরিচালক রাজকুমার গুপ্ত ‘রেড’ ছবিতে সুযোগ দেন।
-
যে বয়সে সবাই অভিনয় থেকে অবসর নিয়ে নেন, সেই বয়সে নিজের বলি জার্নি শুরু করেছিলেন তিনি।
-
ফোকলা মুখে অনাবিল হাসি আর অফুরন্ত এনার্জিতে মাতিয়ে রাখতেন পুরো শুটিং ফ্লোর। তাকে ওই ফিল্মে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন দর্শক যে, রাতারাতি তিনি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন। কাজল তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
-
‘রেড’ ফিল্মে অভিনয়ের সময় থেকেই তিনি মধ্যপ্রদেশের হরদা থেকে মুম্বাইয়ে নিজের ছেলে কাছে রয়েছেন। অস্টিওপোরোসিসের সমস্যা ছিল তার। তাই বাড়িতেও খুব বেশি হাঁটাচলা করতে পারতেন না।
-
তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন পরিচালক রাজকুমার গুপ্ত। টুইটারে দুঃখ প্রকাশ করেছেন তার অনেক ভক্তেরা।