ইঞ্জিনিয়ারিং ছেড়ে বলিউডে এসেছেন যে তারকারা
যে কোনো দেশেই ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলী অন্যতম দামী ও সম্মানজনক পেশা। কিন্তু নিশ্চিত দ্রুত বিত্তশালী হওয়ার এই পেশা ছেড়েও বলিউডে অভিনয় করতে এসেছেন কয়েকজন চলচ্চিত্রেপ্রমী। এখন তারা তারকা খ্যাতিও পেয়েগেছেন। দেখুন এই তারকাদের।
-
অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামসে সপ্তম হন সুশান্ত সিং রাজপুত, কিন্তু ইঞ্জিনিয়রিংয়ের চাকরি না করে অভিনয়ে চলে আসেন সুশান্ত।
-
গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়রিংয়ের ডিগ্রি হাসিল করেন তাপসি পান্নু।
-
ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মাধবনও একজন ভালো ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন কলেজে, কিন্তু পেশা হিসেবে বেছে নিলেন চলচ্চিত্রে অভিনয়।
-
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশনসে ইঞ্জিনিয়রিং করেন বিকি কৌশল।
-
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ইঞ্জিনিয়রিং পাশ করেন কৃতি শ্যানন।
-
বায়োটেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং করেন গ্বালিয়রের ছেলে কার্তিক আরিয়ান।